শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নিউইয়র্কের পর আজ থেকে লন্ডনে বাংলাদেশ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

দেশে সর্বাধিক প্রচারিত গণমানুষের দৈনিক বাংলাদেশ প্রতিদিন নিউইয়র্কের পর আজ লন্ডন থেকেও প্রকাশ শুরু হলো। শুক্রবার সন্ধ্যায় লন্ডন শহরের ইস্ট লন্ডনে এক বর্ণাঢ্য সুধী সমাবেশের মধ্য দিয়ে ইউরোপের প্রবাসী পাঠকদের জন্য বাংলাদেশ প্রতিদিনের যাত্রা শুরু হয়েছে। সেখানে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক বেসরকারি টিভি চ্যানেল নিউজটোয়েন্টিফোর এবং রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম। এ নিয়ে বিস্তারিত খবর আগামীকাল বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত হবে। দেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্বপ্ন থেকে যাত্রা শুরু করে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। এই মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ, ইংরেজি দৈনিক ডেইলি সান, টিভি চ্যানেল নিউজটোয়েন্টিফোর, রেডিও ক্যাপিটাল এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪ডটকম ইতিমধ্যে শুধু মানুষের আস্থা ও হৃদয়ই জয় করেনি, শক্তিশালী মিডিয়া গ্রুপ হিসেবে ভূমিকা রাখছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান চান পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের হাতে বাংলাদেশ প্রতিদিন তুলে দিতে। নিউইয়র্কের পর এখন ইউরোপ প্রবাসীদের জন্য লন্ডন থেকে সপ্তাহে একদিন বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত হবে। আগামীতে মধ্যপ্রাচ্য থেকেও এর প্রকাশ যাত্রা শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আরেকটি বিনোদন টেলিভিশনের যাত্রা শুরুর প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর