রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
কোটা চেয়ে এবার রেল সড়ক নৌ অবরোধের ঘোষণা

সড়ক অবরোধে তীব্র ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে কোটা বহাল দাবির আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগসহ আশপাশের এলাকায় গতকালও যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে তীব্র ভোগান্তিতে পড়েন যাতায়াতকারী জনসাধারণ। পূর্বঘোষণা অনুযায়ী এদিনও রাজধানীর শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। অবস্থান কর্মসূচির বিরতি শেষে গতকাল দুপুর থেকেই শাহবাগ মোড়ের সবগুলো প্রবেশপথ অবরোধ করে জড়ো হতে শুরু করেন অল্প কিছু আন্দোলনকারী। বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় তাদের সমাবেশ। এ নিয়ে সরকারি চাকরিতে ১ম ও ২য় শ্রেণিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে চলা আন্দোলন তৃতীয় দিনের মতো গড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগের চারদিকের রাস্তা অবরোধ করে মাঝখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে শাহবাগ মোড় হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় দেখা দেয় তীব্র যানজট। অল্প কিছু আন্দোলনকারীর সড়ক অবরোধে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। অচল হয়ে যায় আশপাশের সংযোগ সড়কগুলোও। রাজধানীর আশপাশ ও দেশের বাইরে থেকে কয়েক দফায় ছোট ছোট মিছিল নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম, ‘প্রতিবাদী’ কেন্দ ীয় কমিটি প্রভৃতি সংগঠন ব্যানারে সমাবেশে যোগ দেন বিক্ষোভকারীরা।

সমাবেশে কোটা বাতিলের সরকারি পরিপত্র প্রত্যাখ্যান করে সব চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবি না মানলে সারা দেশ অবরোধের ঘোষণা দেন মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক আ ক ম জামাল উদ্দিন। এর আগে ‘মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড’ ও ‘মুক্তিযোদ্ধার পরিবার’ নামে দুটি সংগঠনের নেতারা কোটা বহালের আন্দোলন এগিয়ে নিতে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামে এ প্লাটফর্ম গঠন করেন। পুলিশের ট্রাফিক কন্ট্রোল সূত্র জানায়, কোটার দাবিতে চলা এই আন্দোলনের কারণে মৎস্যভবন থেকে যানবাহন শাহবাগের দিকে চলাচল করতে পারেনি। আবার মিরপুর থেকে আসা যানবাহন মতিঝিল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকতে পারেনি। তবে এলিফ্যান্ট রোডের গাড়িগুলো হোটেল কন্টিনেন্টালের দিক দিয়ে ঘুরিয়ে দেন দায়িত্বরত ট্রাফিক পুলিশরা। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর