রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচন ঠেকাতে নাশকতার প্রস্তুতি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন ঠেকাতে নাশকতার প্রস্তুতি বিএনপির

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘কোনো দখলবাজ, চাঁদাবাজ আগামী নির্বাচনে নৌকার টিকিট পাবে না। যারা মনোনয়ন পেতে দৌড়ঝাঁপে আছেন, তারা মনে রাখবেন দলীয় টিকিট পেতে হলে জনগণের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। কোনো প্রকার অসুস্থ রাজনীতিতে লিপ্ত হওয়া যাবে না। একজন অন্যজনের ওপর কাদা ছুড়বেন না। জনপ্রিয়তা যার বেশি, তাকেই মনোনয়ন দেব।’ তিনি বলেন, ‘বিএনপি আন্দোলন নয়, বোমা-সন্ত্রাস ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে।’ মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি ব্যারিস্টার মওদুদ আহমদের কথা যত শুনবেন, তত পচবেন, তত নিচে নামবেন।’ রাজধানীতে নির্বাচনী গণসংযোগের ষষ্ঠ দিনে গতকাল চকবাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাজী মো. সেলিম এমপির সভাপতিত্বে সভায় সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ঢাকা মহানগরী দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক ও আবদুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আওয়ামী লীগ নয়, বিএনপি-ই দেউলিয়া হয়ে গেছে। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে আর জাতিসংঘ মহাসচিবের ভুয়া চিঠি দেখিয়ে বলে জাতিসংঘ তাদের ডেকেছে। নিজ দলের চেয়ারপারসনের মামলার রায়ের আগে গঠনতন্ত্র পরিবর্তন করে দুর্নীতিবাজ ও দণ্ডপ্রাপ্ত আসামিকে নেতৃত্বে থাকার সুযোগ করে দিয়েছে। এসব কর্মকাণ্ডই তাদের দেউলিয়াপনা প্রকাশ করে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ বা সরকারের দেউলিয়া হওয়ার কোনো কারণ নেই। কারণ সরকার দেশকে বিশ্বে মর্যাদার আসনে নিয়ে গেছে। আওয়ামী লীগ ছোটখাটো কর্মসূচি দিলেই ব্যাপক জনসমাগম হয়। কিন্তু বিএনপির অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারা ১০ বছর ধরে আন্দোলনের কথা বলে এলেও আন্দোলন করতে পারেনি। দলটির নেতারা একে অন্যকে সরকারের দালাল বলে গালাগালি করেন।’ এক মাসের মধ্যে দেশে পরিবর্তন আসবে— মওদুদ আহমদের সাম্প্রতিক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পরিবর্তন হলে বিএনপিরই হবে। দেশে এমন কোনো সংকট নেই যে, পরিবর্তন হতে হবে। যদি কিছু পরিবর্তন হতে হয়, তা বিএনপিরই হতে হবে।’

সর্বশেষ খবর