সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল

বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন

ইতিহাস লিখলেন মাছুরা, মৌসুমী, কৃষ্ণা, স্বপ্না, মারিয়া, সানজিদা, তহুরারা। সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাস লিখে বাংলাদেশ। এই নিয়ে এই বছর তিনটি ফাইনাল খেলে দুটির শিরোপা জিতেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। গতকাল থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে শিরোপা জয়ের ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে ‘হিমালয় দুহিতা’ নেপালকে। ফাইনালের একমাত্র গোলটি করেন মাছুরা পারভীন। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অংশ নেয় ফেবারিট হয়ে। দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে গুড়িয়ে দেয় ৪-০ গোলে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তহুরারা ছেলেখেলায় মেতে পাকিস্তানকে বিধ্বস্ত করে ১৭-০ গোলে। সিরাত জাহান স্বপ্না পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ গোল করেন। দ্বিতীয় ম্যাচে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। নেপাল ফাইনালে খেলতে নামে আরেক ফেবারিট ভারতকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র ছিল ১-১ গোলে। লীগপর্বে পাকিস্তানকে ১২-০  গোলে হারানোর পর হেরে যায় বাংলাদেশের কাছে। দুই দলের ফাইনাল ছিল সেয়ানে সেয়ানে। আক্রমণ ও পাল্টা আক্রমণে সাজানো ফাইনালের প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ছোটনের শিষ্যরা। ৪৯ মিনিটে ইতিহাস লেখা গোলটি করেন মাসুরা পারভীন (১-০)। ওই গোলের পর নেপাল ফিরতে চেয়েছে খেলায়। কিন্তু আঁখিদের আঁটোসাঁটো রক্ষণভাগের সঙ্গে পেরে উঠেনি। ফলে ১-০ গোলে ম্যাচ জিতে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেয় বাংলাদেশ মহিলা ফুটবল দল। চলতি বছর অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আগস্টে ভারতের কাছে শিরোপা হাতছাড়া করে অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর