সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ড. কামাল সিঙ্গাপুর যাননি, সময়ে জানবেন

নিজস্ব প্রতিবেদক

ড. কামাল সিঙ্গাপুর যাননি, সময়ে জানবেন

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ড. কামাল হোসেনের সিঙ্গাপুর যাওয়ার খবরটি মিথ্যা। তিনি সিঙ্গাপুর যাননি। তার সঙ্গে আমাদের সিঙ্গাপুরে দেখা হওয়ার প্রশ্নই আসে না। ভুল করে কিছু মিডিয়া প্রতিবেদনটি প্রচার করেছে। তিনি বলেন, এইচ এম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি একটি জোট করেছে এই জোট নিয়ে আমরা এককভাবে নির্বাচনে অংশ নেব। গতকাল জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্য এবং দলীয় এমপিদের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রুহুল আমিন হাওলাদার আরও বলেন, জাতীয় পার্টি নিজেরাই সমৃদ্ধ পার্টি। একক নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচন মহাজোট না এককভাবে করবে, সে সিদ্ধান্ত নেবেন বিএনপিসহ সব দলের গতি-প্রকৃতি দেখে পার্টির চেয়ারম্যান। এখনই সবকিছু বলা যাচ্ছে না। আমরাও চাই নির্বাচনে সবদলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন। এক প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদার বলেন, বিএনপি নির্বাচনে না এলে ৩০০ আসনে নির্বাচন করবে তার দল। আর বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে ফের মহাজোট থেকে নির্বাচন করবে জাতীয় পার্টি। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর