মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
অর্থনীতিতে নোবেল দুই মার্কিনির

জলবায়ু ও টেকসই প্রবৃদ্ধি নিয়ে কাজের স্বীকৃতি

প্রতিদিন ডেস্ক

জলবায়ু ও টেকসই প্রবৃদ্ধি নিয়ে কাজের স্বীকৃতি

বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধিসহ মৌলিক এবং জরুরি বিষয়গুলো তুলে ধরার নকশা পদ্ধতিতে অবদানের জন্য নোবেল পুরস্কার পেলেন দুই মার্কিনি উইলিয়াম নর্ডহাউস এবং পল রোমার। রয়্যাল সুইডিশ একাডেমি গতকাল চলতি বছরের পুরস্কারজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করেছে। সূত্র : রয়টার্স।

উইলিয়াম নর্ডহাউস কাজ করেছেন জলবায়ু পরিবর্তন নিয়ে এবং পল রোমার কাজ করেছেন টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক নর্ডহাউসকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতির দিকটি নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে  নোবেল কমিটি। অন্যদিকে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোমার  দেখিয়েছেন, কীভাবে অর্থনীতিবিদরা আরও গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অর্জন করতে পারেন। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের অর্থ তারা ভাগ করে নেবেন।

সর্বশেষ খবর