মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতি মামলায় দণ্ডিত মায়া খালাস হাই কোর্টে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি মামলায় দণ্ডিত মায়া খালাস হাই কোর্টে

দুর্নীতি মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে নিম্ন আদালতের দেওয়া ১৩ বছরের সাজার রায় বাতিল করে তাকে খালাস দিয়েছে হাই কোর্ট। মায়ার আপিলের ওপর পুনঃশুনানি শেষে গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। আট বছর আগে হাই কোর্টের অন্য একটি বেঞ্চ আপিল শুনানির পর মায়াকে খালাস দিয়েছিল। পরে আপিল বিভাগ হাই কোর্টের ওই রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। মায়ার পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার, বশির আহমেদ ও সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন ও এ কে এম আমিন উদ্দিন মানিক। রায়ের পর আইনজীবী সাঈদ আহমেদ রাজা সাংবাদিকদের বলেন, মায়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের কোনো প্রমাণ দুদক দেখাতে পারেনি। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, আদালত আপিল মঞ্জুর করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে বেকসুর খালাস দিয়েছে।  কমিশন সিদ্ধান্ত নিলে সে অনুযাযী পদক্ষেপ নেওয়া হবে। ২০০৭ সালে দুদক সূত্রাপুর থানায় এ মামলাটি দায়ের করে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়। ২০০৮ সালে বিচারিক আদালতে মায়াকে ১৩ বছর কারাদণ্ড দেওয়া হয়। জরিমানাও করা হয়। আপিলের পর ২০১০ সালের ২৭ অক্টোবর হাই কোর্ট তার ১৩ বছরের কারাদণ্ড বাতিল করে। এর বিরুদ্ধে দুদকের আবেদনের পর ২০১৫ সালে মায়াকে হাই কোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে আপিল বিভাগ। একই সঙ্গে হাই কোর্টে নতুন করে আপিল শুনানির নির্দেশও দেওয়া হয়। পরে মায়ার রিভিউ আবেদনও খারিজ করে আপিল বিভাগ। এরপর আপিল বিভাগের আদেশ অনুসারে হাই কোর্টে পুনরায় শুনানি হয়। গত ১৪ আগস্ট পুনঃশুনানি শেষে রায়ের দিন ধার্য হয়।

সর্বশেষ খবর