মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অবৈধ সরকারের আইন বিএনপি মানে না

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সরকারের আইন বিএনপি মানে না

সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের বিলে রাষ্ট্রপতি স্বাক্ষরের পর ‘এই আইন মানি না’ বলেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ আইন আমরা মানি না। আমরা এই অবৈধ সরকারের কোনো আইন মানি না। কারণ যে সংসদে আইন পাস হয়েছে, সেই সংসদের কোনো বৈধতা নেই। এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না, এটা অবৈধ সংসদ। একদলীয় শাসনকে পাকাপোক্ত করতেই সরকার এ আইন করেছে।’ গতকাল গুলশানে হোটেল লেকশোরে বিএনপির উদ্যোগে ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এতে দলের ভাইস চেয়ারম্যান সাংবাদিক নেতা শওকত মাহমুদ মূল প্রবন্ধ পাঠ করেন। মতবিনিময় সভায় বিএনপি ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা অংশ নেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, আফগানিস্তান, প্যালেস্টাইন, রাশিয়া, তুরস্ক, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও এ সময় উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, ‘এ আইন নিয়ে সংসদে কোনো আলোচনা পর্যন্ত করা হয়নি। এটা একটা প্রতারক সরকার। কয়েকদিন আগেই এডিটরদের সঙ্গে বসে কথা দিলেন, আইনের যে ধারাগুলো আপত্তি বিষয়ক— তা পুনর্বিবেচনা করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে এসে বলে দিলেন— যেটা আছে ঠিক আছে। এই আইনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এ সরকারকে রক্ষার জন্য চেষ্টা করছেন।’ বিএনপি মহাসচিব বলেন, ‘এখনো সময় আছে, অবিলম্বে যিনি আপনাদের রক্ষা কর্তা সেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করুন। তিনিই পারেন আপনাদের এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে। এ ছাড়া কোনো উপায় নেই আপনাদের। এখনো বলছি, আগেও বলেছি— দেশনেত্রীই পারেন জাতিকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে।

সর্বশেষ খবর