বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবী যা বললেন

আসামিরা খালাস পাবেন : মাহবুব

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিপক্ষের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, এ মামলায় ২২৫ জন সাক্ষীর মধ্যে কেউই এমন সাক্ষ্য দেননি যা সাক্ষ্য আইনে স্বীকৃত। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসায় “ওহি নাজিল” না হলে আমরা আশাবাদী এ মামলায় আসামিরা খালাস পাবেন।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন। খন্দকার মাহবুব বলেন, ‘এ মামলায় পুনঃ তদন্তের নামে অন্যতম আসামি মুফতি আবদুল হান্নানের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। দীর্ঘদিন পর তার এ জবানবন্দি নেওয়া হয়েছে। সেই জবানবন্দিতে তারেক রহমান ও লুত্ফুজ্জামান বাবরসহ অন্য আসামিদের নাম এসেছে। যদিও সেই স্বীকারোক্তি মুফতি হান্নান পরে প্রত্যাহারের আবেদন করেছিলেন।’ তিনি আরও বলেন, ‘এ মামলার বিচার প্রক্রিয়ার সঙ্গে আইনজীবী হিসেবে আমি ছিলাম, যুক্তিতর্কে অংশগ্রহণ করেছি। এ মামলায় যে সাক্ষ্য-প্রমাণ আদালতে পেশ করা হয়েছে, তাতে আমি মনে করি, দেশে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা থাকলে সব আসামিই খালাস পাবেন। কাউকে সাজা দেওয়ার কোনো সুযোগ নেই।’ খন্দকার মাহবুব বলেন, ‘দেশের দায়িত্বরত একজন প্রধান বিচারপতিকে (এস কে সিনহা) যেভাবে নাজেহাল করা হয়েছে, তা সভ্য সমাজে হয় না। দেশে আইনের শাসন থাকলে এটি সম্ভব হয় না। বিষয়টিকে বিচারপতি সিনহাও এভাবে ব্যাখ্যা করেছেন। এই দৃষ্টান্ত আমাদের সামনে আছে। তাই এ রকম প্রেক্ষাপটেও আমরা আশাবাদী যে, আসামিরা ন্যায়বিচার পাবেন।’

সর্বশেষ খবর