বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তারেকসহ বিএনপির কেউ জড়িত নয় : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপির কেউ জড়িত ছিলেন না দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগই ওই ঘটনার সুবিধাভোগী। এই মামলার রায় নিয়ে বহু ঘটনা ঘটেছে, বহু কথা বলা হচ্ছে। প্রকৃত সত্যটা কেউ উদঘাটন করতে চাইছে না। আমি হলফ করে বলতে পারি, তারেক রহমান, আমাদের আবদুস সালাম পিন্টু, লুত্ফুজ্জামান বাবরসহ বিএনপির কোনো লোক জড়িত ছিল না।’

গতকাল শহীদ জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নাজির উদ্দিন জেহাদ। সংগঠনের সভাপতি ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও নাজিম উদ্দিন আলমের পরিচালনায় এ আলোচনা সভায় সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, এ বি এম মোশাররফ হোসেন, সাইফুদ্দিন মনি, খোন্দকার লুত্ফর রহমান, আসাদুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন। মির্জা ফখরুল বলেন, ‘যে কোনো হত্যাকাণ্ডের একটা মোটিভ থাকবে। এই মোটিভে বেনিফিশারি কে হয়েছে? আওয়ামী লীগ হয়েছে। আওয়ামী লীগ এটাকে ইস্যু করে বিএনপিকে ধ্বংস করছে, বিএনপির বিরুদ্ধে কথা বলছে। মামলার সঠিক তদন্ত যদি করা হতো, সঠিকভাবে যদি দোষী ব্যক্তিদের বের করা যেত তাহলে আসল সত্য বেরিয়ে আসত।’

এ মামলার তদন্তভার সিআইডির অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল কাহার আকন্দের ওপর ন্যস্ত করার পর মামলাটি ‘রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে’ বলে অভিযোগ করেন তিনি। দেশ এখন গভীর সংকটে পড়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এখন মুখ বুঝে পড়ে না থেকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের ভাষাটা নিয়ে রাজপথে আসতে হবে। কেউ ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে না, কেউ এই সরকারকে সরিয়ে দেবে না, যতক্ষণ পর্যন্ত না জনগণ সরিয়ে দিচ্ছে। এ জন্য জনগণকে সংগঠিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো নির্দিষ্ট দল নয়, ব্যক্তি নয়, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এই ভয়াবহ ফ্যাসিস্ট শক্তিকে সরাতে হবে। আন্দোলন বলুন, নির্বাচন বলুন, মানুষের অধিকার বলুন— সবকিছু জনগণের শক্তির মধ্য দিয়ে আমরা অর্জন করতে পারি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর