বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সাইবার অপরাধী ধরতে গোয়েন্দা প্রযুক্তি এনেছে পুলিশ

রুহুল আমিন রাসেল

এবার অপপ্রচার চালানো সাইবার অপরাধীদের ধরতে ও অজানা তথ্য খুঁজে বের করতে সিঙ্গাপুর থেকে ‘ওপেন সোর্স ইন্টেলিজেন্স সিস্টেম— ওএসআইএনটি’ নামের গোয়েন্দা প্রযুক্তি ও বিভিন্ন সামগ্রী এনেছে পুলিশ। বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য আনা এই প্রযুক্তি দিয়ে সাইবার জগতে প্রচার হওয়া বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হবে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওএসআইএনটি ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করা হয়। সুনির্দিষ্ট তথ্য খুঁজে পেতে এটা সহায়ক হবে। অনেক অজানা তথ্য বের করা সম্ভব হবে। এতে তথ্য ভাণ্ডার সমৃদ্ধ হবে। পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (আইসিটি) মো. মুনিবুর রহমান গতকাল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য থাকে। অনেক সময় তা সত্য হয়। অনেক সময় তা মিথ্যা হয়। এক্ষেত্রে যেসব তথ্যের সঠিকতা নিয়ে প্রশ্ন থাকে, মানুষের মনে উদ্বেগ থাকে, সেসব তথ্য বিশ্লেষণ করে উৎস কী, তা জানতে এই প্রযুক্তি আনা হয়েছে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে যদি কেউ কোনো অপরাধ করে থাকে, কিংবা কেউ যদি কোনো অপপ্রচার চালাতে চায়, তাদের আইনের আওতায় আনার জন্য এই প্রযুক্তিগত উন্নয়নের চেষ্টা করেছি। এর আগে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য সিঙ্গাপুর থেকে আমদানি করা ওএসআইএনটি নামের গোয়েন্দা প্রযুক্তি ও বিভিন্ন সামগ্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়করণের জন্য পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (আইসিটি) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত পত্র ৭ অক্টোবর আসে ঢাকা কাস্টমস হাউসে। ওই পত্রে বলা হয়— ওএসআইএনটি নামের গোয়েন্দা প্রযুক্তিসহ আনুষঙ্গিক মালামাল ছাড়করণের জন্য এক কোটি ১ লাখ ৬৯ হাজার ৭২৭ টাকা শুল্ক কর নির্ধারণ করা হয়েছে। এই অর্থ চলতি ২০১৮-১৯ অর্থবছরে পুলিশের বাজেটের তথ্য যোগাযোগ প্রযুক্তি সরঞ্জামাদি খাত থেকে সমন্বয় পূর্বক বরাদ্দকৃত ৩০ কোটি টাকা থেকে ক্রেডিট নোটের মাধ্যমে ছাড়করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর