বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পথযাত্রা শেষ আল্লামা মাসঊদের

সুনামগঞ্জ প্রতিনিধি

পথযাত্রা শেষ আল্লামা মাসঊদের

বাংলাদেশ জমিয়তুল উলামার চার দিনব্যাপী পথযাত্রার শেষ দিন ছিল গতকাল। এতে আলেম-জনতার ঐক্য গড়ার আহ্বানে, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সংগঠনের চেয়ারম্যান শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। গতকাল সুনামগঞ্জ পুরান বাসস্ট্যান্ডে সমাপনী জনসভায় তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শামছুল ইসলামের সভাপতিত্বে পথযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ইয়াহিয়া মাহমুদ, আয়ূব আনসারি, দেলওয়ার হোসাইন সাইফী প্রমুখ বক্তৃতা করেন। ৬ অক্টোবর যশোরে জনসভার মাধ্যমে পথযাত্রা শুরু হয়। আল্লামা মাসঊদ বলেন, দুর্নীতি সামাজিক ব্যাধি। সমাজের সর্বত্র দুর্নীতি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন ধরে রাখতে হলে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে, যাতে মানুষ সচেতন হয়। তিনি বলেন, কওমি মাদ্রাসা শিক্ষা সনদের স্বীকৃতি দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি ইসলাম ও উলামায়ে কেরামকে ভালোবাসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর