শিরোনাম
বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল

নিজস্ব প্রতিবেদক

তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল

আইনমন্ত্রী আনিসুল হক ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, হামলার হোতা তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তিন আসামির মৃত্যুদণ্ডের জন্য আপিল করা হবে। মামলার বিচার শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। রায়ের পর গতকাল দুপুরে সচিবালয়ে নিজ দফতরে বসে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী।  আনিসুল হক বলেন, রায়ের কাগজপত্র পাওয়ার পরে আমরা চিন্তাভাবনা করব, এ রায়ে তারেক রহমান এবং আরও দুজন— কায়কোবাদ এবং হারিছ চৌধুরীকে যে যাবজ্জীবন দেওয়া হয়েছে সেটার জন্য আমরা উচ্চতর আদালতে গিয়ে তাদের ফাঁসির জন্য এনহান্সমেন্টের জন্য আমরা আপিল করব কিনা। তিনি বলেন, এ হামলার মূল নায়ক তারেক রহমান। তিনি আওয়ামী লীগকে ও জননেত্রী শেখ হাসিনাকে সপাটে শেষ করে দেওয়ার ষড়যন্ত্রের নায়ক ছিলেন। মূল হোতা তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল।

সর্বশেষ খবর