বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আদালতের রায় মেনে নিতে হয়

নিজস্ব প্রতিবেদক

আদালতের রায় মেনে নিতে হয়

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, আদালতের রায় মেনে নিয়েই জাতীয় পার্টি দীর্ঘ পথ চলছে। আদালতের রায় সবাইকে মেনেই সামনে এগোতে হয়। গতকাল রাজধানীর গুলশানে নিজস্ব অফিসে ২০ অক্টোবর সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সভায় ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রসঙ্গে এ কথা বলেন তিনি। এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ২১ আগস্ট নারকীয় দুর্ঘটনার ভয়াবহ ছবি দেখলে নির্মম আক্রমণের তীব্রতা বোঝা যায়। জিঘাংসার সীমাও লঙ্ঘন করেছে বলে মনে হয়। মামলাটি স্পর্শকাতর, হৃদয়বিদারক এবং মর্মস্পর্শী। তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য আছে ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমাদের যেন ভবিষ্যতে এমন আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ছবি দেখতে না হয়। নির্মম দুর্ঘটনার ছবি যেন হৃদয়ে ধারণ করতে না হয়। রুহুল আমিন হাওলাদার ২০ অক্টোবর সহাসমাবেশ সফল করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান। এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সফিকুল ইসলাম সেন্টু, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নূরু ছাড়াও ঢাকা, নাটোর, সিলেটসহ বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর