শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

খুনিদের ঐক্য জাতি মানবে না : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর প্রতি প্রশ্ন রেখে বলেছেন, একুশে আগস্টের মাস্টারমাইন্ড-প্ল্যানার তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। সে যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দলের সঙ্গে কোন নৈতিকতায় ঐক্য করেন? এই খুনি দলের সঙ্গে আপনারা তথাকথিত জাতীয় ঐক্য করছেন? খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য করবেন, এই জাতীয় ঐক্যে জনগণ কোনো দিনও বিশ্বাস করবে না, সমর্থন করবে না। গতকাল রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সড়ক পরিবহন অধিদফতরের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমার বিশ্বাস এই জাতীয় ঐক্য বাংলাদেশের জনগণ কোনো দিনও গ্রহণ করবে না। এই ধরনের জাতীয় ঐক্য যারা করে, তারা কত নীতি-নৈতিকতাহীন দেউলিয়া রাজনৈতিক দল, তা বলার অপেক্ষা রাখে না।  ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী (খালেদা জিয়া) নিজে। তিনি কি দায় এড়াতে পারেন? এটা কি ফরমায়েশি রায়? যে গ্রেনেডগুলো অবিস্ফোরিত ছিল, সেগুলো কেন ধ্বংস করা হলো? কে ক্ষমতায় ছিল? এটা কি ফরমায়েশি রায়? জবাব দেবেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে ‘ফরমায়েশি’ রায় বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, ফখরুল সাহেব যা ইচ্ছা তা-ই বলছেন। তিনি বলছেন, এই রায় ‘ফরমায়েশি’ রায়। সাংবাদিক বন্ধুরা, আপনারাই বলুন, এই রায় কি ফরমায়েশি রায়? বাংলাদেশের বিবেক আছে এমন একজন মানুষ কি বলবে এই রায় ফরমায়েশি? তিনি আরও বলেন, ১৪ বছর পর এই রায় হয়েছে। আমি এখনো নামাজের সেজদা দিতে পারি না। পঙ্গু করে দিয়েছে আমাদের সারা জীবনের জন্য। অনেকে আছেন, যারা হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না।  সেতুমন্ত্রী বলেন, সন্ত্রাসবিরোধী সমাবেশে আমরা সন্ত্রাসের শিকার। ক্ষমতায় আপনারা, আলামত নষ্ট হলো কেমন করে? হামলাকারীরা প্রকাশ্য দিবালোকে পালিয়ে যাওয়ার সুযোগ পেল  কেমন করে? বলুন? বিচারপতি জয়নাল আবেদিন তদন্ত কমিটি করে রিপোর্ট দিলেন কী? প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা এই কাজ করেছে। জজ মিয়া বিষয়ে তিনি বলেন, একটি ভবঘুরে ছেলেকে রাস্তা থেকে ধরে এনে জজ মিয়া নাটক সাজানো হলো। ইতিহাস কি বলে এটা ফরমায়েশি রায়? ২৪ জনের প্রাণ চলে গেছে, এটা ফরমায়েশি রায়? প্রধান টার্গেট শেখ হাসিনা একটি কানের শ্রবণশক্তি হারিয়ে ফেলেছেন, এটা কি ফরমায়েশি রায়? মুফতি হান্নান নিজেই বলেছে তারেক রহমানের নির্দেশ নিয়ে হামলা চালানো হয়েছে, এটা কি ফরমায়েশি রায়? খুনি তাজউদ্দিনকে নিরাপদে বিদেশে পাঠানো হলো, এটা কি ফরমায়েশি রায়?

সর্বশেষ খবর