শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বিএনপির বিক্ষোভ সারা দেশে

বিভিন্ন স্থানে পুলিশি বাধায় পণ্ড

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাদের বিরুদ্ধে সাজার রায়ের প্রতিবাদে গতকাল ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কয়েকটি স্থানে পুলিশি বাধায় এ কর্মসূচি পণ্ড হয়ে যায়। বিএনপি অভিযোগ করেছে, এ সময় সারা দেশে শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন।

গতকাল সকাল ১০টায় পুরান ঢাকার মহানগর দায়রা জজ আদালত মোড় এলাকায় বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে তারেক রহমানের সাজা বাতিলে নেতা-কর্মীরা নানা স্লোগান দেন। এ ছাড়া ঢাকা মহানগরী উত্তর বিএনপির একটি বিক্ষোভ মিছিল তেজগাঁও সাতরাস্তায় অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগরী উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান। মোহাম্মদপুর থানা বিএনপির একটি মিছিল মোহাম্মদপুর টাউন হলের সামনে থেকে শুরু হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েতুল হাফিজ। উত্তরা পশ্চিম থানা বিএনপির একটি মিছিল থানার সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এস এ সিদ্দিক সাজুর নেতৃত্বে মিরপুর, শাহ আলী ও দারুসসালাম থানা বিএনপির মিছিল হয়। দলীয় সূত্র জানায়, পুলিশি বাধার মধ্যেও ঢাকা মহানগরী দক্ষিণের অন্তত ১২টি থানায় বিক্ষোভ মিছিল বের হয়। শ্যামপুর থানা বিএনপি নেতা মো. স্বাপন মিয়াসহ ১৫ জনকে গ্রেফতার ও সমসংখ্যক নেতা-কর্মীকে পুলিশ আটক করে। শাহবাগ থানার ২০ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গেট থেকে মিছিল শুরু হয়ে গোলাপশাহ মাজার অতিক্রম করে জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। বিজয়নগর পানির ট্যাংকি থেকে পল্টন মোড়ে এসে পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মগবাজার ওয়ারলেস মোড় থেকে মিছিল শুরু হয়ে মগবাজার মোড়ে এসে শেষ হয়। বংশাল থানার একটি বিক্ষোভ মিছিল থানা সভাপতি তাজউদ্দিন আহম্মেদ তাইজু ও সাধারণ সম্পাদক মামুন আহমেদের নেতৃত্বে নর্থ সাউথ রোড প্রদক্ষিণ করে সুরিটোলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। সূত্রাপুর থানা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল থানা সাধারণ সম্পাদক এম এ আজিজের নেতৃত্বে সিএমএম কোর্ট এলাকা থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এ ছাড়া কলাবাগান, কামরাঙ্গীর চর, শ্যামপুর, ডেমরা, ওয়ারী, গেন্ডারিয়া, কদমতলী, কোতোয়ালি, মতিঝিল, চকবাজার, লালবাগ, হাজারীবাগ, মুগদা, পল্টন, নিউমার্কেট, সবুজবাগ, ধানমন্ডি ও খিলগাঁও থানার নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, এদিন চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নাটোর, খুলনা, জয়পুরহাট, বরিশাল, টাঙ্গাইল, সুনামগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, সিদ্ধিরগঞ্জ, বগুড়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিলেট, নরসিংদী, জামালপুরে বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করে।

সর্বশেষ খবর