শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শাহেদ নূর উদ্দিনের আলোচিত যত রায়

নিজস্ব প্রতিবেদক

ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন তার বিচারিক জীবনে আলোচিত ও গুরুত্বপূর্ণ চার শতাধিক মামলার রায় দিয়েছেন। জেলা জজ পদমর্যাদার এই বিচারক বুধবার বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়ে আরও আলোচিত হয়েছেন। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন এই বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, শাহেদ নূর উদ্দিন বিচারিক জীবনে আলোচিত উল্লেখযোগ্য মামলার রায়ের মধ্যে রয়েছে—ঢাকার সনি হত্যা মামলা, সাবেক এমপি আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা, সন্ত্রাসী পিচ্চি হান্নান হত্যা মামলা, অ্যাডভোকেট হাবিবুর রহমান মণ্ডল হত্যা মামলা, সাবেক ডেপুটি স্পিকার হুমায়ন খান পন্নীর স্ত্রী সুলতানা পন্নী হত্যা মামলা, পুলিশ টেলিকম হত্যা মামলা, ফরিদপুরের সাংবাদিক গৌতম হত্যা, ওয়ার্ড কমিশনার নিউটন হত্যা, মোবাইল কাদের হত্যা, অপু হত্যা, সাইফ হত্যা, কলেজ শিক্ষিকা কৃষ্ণ কাবেরী হত্যা, পুরবী জুয়েলার্সের মালিক হত্যা মামলা ইত্যাদি। শাহেদ নূর উদ্দিন ১৯৮৩ সালের ২০ এপ্রিল মুন্সেফ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন। তার প্রথম নিয়োগ ছিল রংপুরের হাতীবান্ধায়। পরবর্তীতে দেশের বিভিন্ন আদালতে কর্মরত ছিলেন। ২০০০ সালের ২০ ফেব্রুয়ারি তিনি জেলা জজ পদে উন্নীত হন। ১৯ বছর জেলা জজ হিসেবে শাহেদ নূর উদ্দিন প্রথমে ২০০২ সালের ২০ নভেম্বর থেকে ২০০৭ সালের ৯ এপ্রিল পর্যন্ত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক পদে দায়িত্ব পালন করেন। এরপর রাজবাড়ী জেলা ও দায়রা জজ হিসেবে ২০১০ সালের ১০ ডিসেম্ব পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর থেকে আবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হিসেবে কর্মরত আছেন। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকায় তাঁর জন্ম। তবে পিতার সরকারি চাকরির সুবাদে শৈশব, ছাত্রজীবন ও পেশাগত অধিকাংশ সময় কেটেছে রাজধানী ঢাকায়। শিক্ষাজীবনে তিনি ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল শেষ করে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স ও মাস্টার্স করেন। আগামী ৩১ জানুয়ারি অবসরে যাবেন এই বিচারক।

সর্বশেষ খবর