শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কোটি মানুষকে বাঁচাতে আমার আন্দোলন

নাটোর প্রতিনিধি

কোটি মানুষকে বাঁচাতে আমার আন্দোলন

স্ত্রীকে বাঁচাতে পারিনি, কোটি কোটি মানুষকে বাঁচানোর জন্য আমার এ আন্দোলন। মোবাইল ফোনে কথা বলতে বলতে চালকরা যেমন গাড়ি চালাবে না তেমনি কথা বলতে বলতে আমাদেরও রাস্তা পার হওয়া যাবে না। হেডফোন কানে লাগিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।  মোটরসাইকেলে দুজনের বেশি উঠবেন না এবং দুজনই হেলমেট ব্যবহার করবেন। জীবন অত্যন্ত মূল্যবান, কাজেই জীবনকে বাঁচিয়ে রাখতে আমাদের এগুলো করতে হবে। গতকাল সকালে নাটোরের সিংড়া উপজেলা চত্বরে ‘নিরাপদ সড়ক চাই’ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালি, হেলমেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব বলেন নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সর্বশেষ খবর