শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পাহাড়ে ফের ধস আতঙ্ক

বৃষ্টি দেখে মাইকিং

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে ফের ধস আতঙ্ক

ঘূর্ণিঝড় তিতলির কারণে পাহাড়ে ফের আতঙ্ক তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে পাহাড় ধসের। গত বুধবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি, আবার কখনো ভারি বর্ষণ আকারে এ বৃষ্টি হচ্ছে। ফলে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন।

আবহাওয়া অফিস বলছে, আগামী রবিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টিপাত। রাঙামাটি আবহাওয়া অফিসের সিনিয়র কর্মকর্তা ক্যাচিনু মারমা জানান, এখানে কখনো হালকা, মাঝারি, আবার ভারি বৃষ্টিপাত হচ্ছে। সারা দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ভালো লক্ষণ নয়। এ কারণেই পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে। তাই রাঙামাটি শহরের ৩১টি ঝুঁকিপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, পাহাড় ধসে একটিও প্রাণহানির ঘটনা ঘটতে দেওয়া যাবে না। জেলা প্রশাসন তাত্ক্ষণিক ব্যবস্থাগ্রহণ করেছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আগে থেকে চিহ্নিত করা ছিল। সেখানে অবস্থানরত মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় এলাকায় মার্কিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। রাঙামাটি শহরে ৩১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবে তাদের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে। আশ্রয় কেন্দ্র মানুষকে নিরাপদে সরিয়ে আনতে জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিসসহ অন্যরা কাজ করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর