রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

যাদের দুজন প্রার্থী নেই তারা চান ১৫০ আসন

—কর্নেল (অব.) অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ  বলেছেন, নির্বাচনে জেতার মতো যাদের দুজন প্রার্থী নেই, তাদের সঙ্গে ১৫০ আসন ভাগাভাগি কতটা যৌক্তিক হবে, তা নিয়ে ভাবা উচিত। গতকাল বিকালে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যাত্রাবাড়ী এলাকার কয়েকজন শিক্ষক এলডিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচন হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। দেশের কথা চিন্তা করে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সরকারকেই করতে হবে। তিনি বিএনপির সঙ্গে বি. চৌধুরী এবং ড. কামাল হোসেনের আলাপ-আলোচনা ও জাতীয় ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানান। এ প্রসঙ্গে তিনি বলেন, যাদের দুজন প্রার্থী নেই, তারাই আবার ১৫০ আসন চায়, ভাগবাটোয়ারার রাজনীতি নয়, যোগ্যদের নিয়ে ঐক্য গড়তে হবে। অলি আহমদ বলেন, আগামী দিনগুলোতে সহজে কেউ পার পাবে না। আর ২০১৪ সালও পুনরায় ফিরে আসবে না। সুষ্ঠু অবাধ নির্বাচন না হলে দেশের মানুষ রাস্তায় নামবে। দেশে বিচার বিভাগ ও প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। তাই সব দিক বিবেচনা করে প্রধানমন্ত্রীর আলোচনায় বসা উচিত।

সর্বশেষ খবর