রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলারকে সিনেটের অনুমোদন

কূটনৈতিক প্রতিবেদক

নতুন মার্কিন রাষ্ট্রদূত মিলারকে সিনেটের অনুমোদন

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের উত্তরসূরি হিসেবে ঢাকায় নিয়োগের অনুমোদন পেয়েছেন আর্ল আর মিলার। আরও কয়েকটি আনুষ্ঠানিকতার পর তিনি বাংলাদেশে এসে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। গতকাল মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। বর্তমানে বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আর্ল আর মিলার বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে সিনেটের ফরেন রিলেশন কমিটির মুখোমুখি হন। সেখানে তাকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়া ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হয়। সিনেটের ওই শুনানির ভিত্তিতে ফরেন রিলেশন কমিটি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ চূড়ান্ত করেছে।

সর্বশেষ খবর