রবিবার, ১৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

পিলখানা হত্যায় বিএনপির একটি অংশ জড়িত : কাদের

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বিষফোঁড়া। ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপিরই লোক। তাই সেনাপ্রধানকে নিয়ে তার বিতর্কিত মন্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার না করলে বিএনপিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। গতকাল নারায়ণগঞ্জের কাঁচপুরে সেতু নির্মাণকাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বিষফোঁড়া মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের মতো ২৫ ফেব্রুয়ারি পিলখানার ঘটনায় হত্যায় জড়িতদের পালিয়ে যেতে সহায়তা করেছে বিএনপির নির্ধারিত একটি টিম। বিএনপি নেত্রী খালেদা জিয়া ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ ছিলেন। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, তাদের কোনো নীতি-নৈতিকতা নেই। তারা এখন বেসামাল হয়ে পড়েছে। ড. কামাল হোসেন ও  ডা. বদরুদ্দোজা চৌধুরীকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, আর যারা বাংলাদেশের রাজনীতিতে নীতি-আদর্শের কথা বলেন, তারা এখন যোগ দিয়েছেন খুনি সন্ত্রাসীদের সঙ্গে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শালীনতা বজায় রেখে কথা বলার আহ্বান জানান ওবায়দুল কাদের। পরিদর্শনকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

সর্বশেষ খবর