শিরোনাম
সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দেশে ফিরলেন সাকিব, মাঠে নামা অনিশ্চিত

ক্রীড়া প্রতিবেদক

দেশে ফিরলেন সাকিব, মাঠে নামা অনিশ্চিত

সব শঙ্কা, সংশয় ও সন্দেহকে দূরে ঠেলে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫ অক্টোবর মেলবোর্ন গিয়েছিলেন আঙ্গুলের অস্ত্রোপচার করানোর টার্গেটে। গতকাল ঢাকায় ফিরে জানিয়েছেন, আঙ্গুল শতভাগ ঠিক হবে না। কিন্তু হাতে জোর পেলেই মাঠে নেমে পড়বেন। সেটা একমাস পর হতে পারে। আবার ৬ মাসও লাগতে পারে। সময় যতই লাগুক না কেন, রিহ্যাব শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট হচ্ছে না,  বিশ্বসেরা অলরাউন্ডারের আঙ্গুলে অস্ত্রোপচার করতে হবে কি না। গত জানুয়ারিতে তিন জাতির টুর্নামেন্টের ফাইনালে ব্যথা পেয়েছিলেন আঙ্গুলে। সেই ব্যথা নিয়েই খেলেছেন নিদাহাস ট্রফি, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও এশিয়া কাপ। যদিও আঙ্গুলের ব্যথা মারাত্মক আকার ধারণ করায় এশিয়া কাপ শেষ না করেই ফিরেন দেশে। এরপর এ্যাপোলো হসপিটালসে চিকিৎসা নিয়ে উড়ে যান মেলবোর্ন। সেখানে ৯ দিন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গতকাল।

সর্বশেষ খবর