মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দেশের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক

দেশের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রাজনৈতিক বিবেচনায় দেশের মানুষ দুটি ভাগে ভাগ হয়ে গেছে। সব ধরনের পরিস্থিতিতেই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। তাই জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছে। জাতীয় পার্টি ২৭ বছর ক্ষমতার বাইরে, কিন্তু সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন আছে। তাই শক্তি প্রদর্শনের জন্যই ২০ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করতে গতকাল রাজধানীর গুলশান ১ সার্কেলের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি মহানগর উত্তরের যৌথ সভায় তিনি এ কথা বলেন। উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতির সভাপতিত্বে এবং সফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।  বেগম রওশন এরশাদ বলেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আগামী নির্বাচনে তারা লাঙ্গলকেই দেখতে চায়। কারণ দেশের মানুষ জানে উন্নয়ন, উৎপাদন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য জাতীয় পার্টির কোনো বিকল্প নেই। এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, গত ২৭ বছর দুটি দল দেশের রাজনীতিতে যে সংশয় এবং অনিশ্চয়তা সৃষ্টি করেছে তা কেবল জাতীয় পার্টিই দূর করতে পারবে। জাতীয় পার্টিই এখন দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। তিনি বলেন, ২০ অক্টোবরের মহাসমাবেশে প্রমাণ হবে বিএনপি ও আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী। মহাসমাবেশকে মহাসমুদ্রে পরিণত করতে নেতা-কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

সর্বশেষ খবর