বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কামালের টার্গেট শেখ হাসিনাকে হটানো : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিকল্পধারা ঐক্যফ্রন্টে থাকুক তা বিএনপির জন্য স্বস্তিদায়ক ছিল না। কারণ, বি চৌধুরী তাদের আমলে রাষ্ট্রপতি ছিলেন, তাকে কীভাবে বের করে দেওয়া হয়েছে সবাই জানে। তিনি অপমানজনক অবস্থায় পড়েছেন। বাড়িতে ডেকে কেউ থাকেন না। ঘরের দরজা খোলা হয় না। এখানে তেলে আর জলে মেশানোর যে অপচেষ্টা তা অচিরেই ব্যর্থ হবে। তিনি বলেন, ড. কামাল রাজনীতিতে সিনিয়র। তবে তিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে মনে করেছিলেন তার পেছনে হাজার হাজার লোক জোট বাঁধবেন। আসলে তিনি জনবিচ্ছিন্ন রাজনীতিবিদ হিসেবে কোনো রকমে টিকে আছেন। ওবায়দুল কাদের বলেন, শুধুমাত্র শেখ হাসিনাকে হটানোর জন্য ড. কামাল সাহেবের তারেক জিয়ার নেতৃত্বও মেনে নিতে আপত্তি থাকছে না। বিএনপি জাতীয় ঐক্য চায়, আর লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশনায় বিএনপি চলছে। তিনি জাতীয় ঐক্যফ্রন্টও চালাবেন। ড. কামাল সেটা ভালো করেই জানেন। তার লক্ষ্য আসলে ক্ষমতায় যাওয়া নয়, ছলে বলে কৌশলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। গতকাল রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ১৫ তলা নতুন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক চলাকালীন একজন কমিশনার নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে গেছেন, কথা বলার সুযোগ না দেওয়ায়। এর আগেও তিনি একই কাজ করেছিলেন। তার এই কাজে বিএনপির ইসি পুনর্গঠনের দাবি কি জোরালো হলো না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে যাওয়া মাহবুব তালুকদার সাহেব বিএনপি মনোনীত। ইসি নিরাপত্তা পরিষদ (জাতিসংঘ) না। এখানে একজন ভিন্নমত পোষণ করতেই পারেন। মেজোরিটির সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। বাকিরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিতেই পারেন। একজনের ভিন্নমতের জন্য ইসি পুনর্গঠনের দাবি অযৌক্তিক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে কোনো ভয় নেই। ঐক্যফ্রন্টের তেল আর জলে মেশানোর অপচেষ্টা ব্যর্থ হবে। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সুকৌশলে বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীকে বের করে দেওয়া হয়েছে। বিকল্পধারা যদি আওয়ামী লীগ তথা মহাজোটে যেতে চায় তাহলে আপনারা নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে এখনই বলা ঠিক হবে না। এ বিষয়ে ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত হবে। দলের সিদ্ধান্ত ছাড়া আমরা অগ্রসর হতে পারি না।

সর্বশেষ খবর