বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অনুসন্ধানমূলক রিপোর্টিং দুদকের প্রাণ

নিজস্ব প্রতিবেদক

অনুসন্ধানমূলক রিপোর্টিং দুদকের প্রাণ

দুর্নীতি দমন কমিশন—দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ৫৭ ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করবে না দুদক। তিনি গতকাল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে দুদক বিটের সাংবাদিকদের জন্য তিন দিনের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো. আবুল কালাম আজাদ। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, অনুসন্ধানমূলক রিপোর্টিং দুদকের প্রাণ। বিভিন্ন সংবাদপত্রে দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হলেই অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান সাংবাদিকতা না থাকলে দুদকের তথ্য পাওয়া কঠিন হবে। এসব কারণে দুদক সাংবাদিকদের পাশে থাকবে। দুদক চেয়ারম্যান বলেন, দেশের স্বার্থে বর্তমান দুদক বিধি সংশোধন হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সব সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে দুদকের চলমান দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখা হবে। তিনি বলেন, দুদকের মামলা ও তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি-কালক্ষেপণ সহ্য করা হবে না। হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবাপ্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার। দুদকের চলমান দুর্নীতিবিরোধী অভিযান শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে অভিযান চলমান থাকবে। এসব অভিযানের কারণে দুদকের হস্তক্ষেপে অনেক সেবা প্রত্যাশীর প্রত্যাশিত সেবা নিশ্চিত করা হয়েছে। এমনকি সরকারি সম্পদের ক্ষতিসাধনও প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

সর্বশেষ খবর