বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জাপা গুরুত্ব দিচ্ছে ১৮ বিষয়ে

শফিকুল ইসলাম সোহাগ

হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড নিষিদ্ধ, প্রাদেশিক সরকার, নির্বাচন পদ্ধতির সংস্কার ও পূর্ণাঙ্গ উপজেলা প্রবর্তনসহ ১৮টি বিষয়কে গুরুত্ব দিয়ে একাদশ সংসদ নির্বাচনের ইশতেহার তৈরি করছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। জনকল্যাণ ও প্রযুক্তিনির্ভরতার বিষয়গুলো ইশতেহারে প্রাধান্য পাবে। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্দেশে দলের ইশতেহার তৈরির কাজ চলছে। পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়ামের সদস্য, এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় ইশতেহার তৈরির সঙ্গে সরাসরি যুক্ত। এ জন্য একটি পৃথক কমিটিও গঠন করা হয়েছে। এতে দলের শীর্ষ নেতারা ছাড়াও কয়েকজন বুদ্ধিজীবী রয়েছেন। জানতে চাইলে পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাতীয় পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আর এ জন্য আমরা সব প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে চাই। তিনি বলেন, নির্বাচনে জাতীয় পার্টির নেতৃত্বাধীন ইউএনএ জোট ৩০০ আসনে প্রার্থী দেবে। প্রার্থী যাচাই-বাছাই অনেক দূর এগিয়েছে। তৃণমূল থেকেও মতামত নেওয়া হবে। আগামীতে বোর্ড বসিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার জোটের রাজনীতির সংস্কৃতিকেও মাথায় রাখা হচ্ছে। ইশতেহার কমিটির সঙ্গে যুক্ত এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় পার্টি নিজেদের শক্তি জানান দিতে নির্বাচনের আগেভাগেই ইশতেহার ঘোষণা করতে চায়। ‘শান্তির জন্য পরিবর্তন-পরিবর্তনের লক্ষ্যে জাতীয় পার্টি’—এ স্লোগানকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহারে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন পদ্ধতির সংস্কার করে আনুপাতিক ভোটের ভিত্তিতে জাতীয় সংসদ সদস্য নির্বাচনের বিধান করা, নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার কথা থাকবে। উপজেলা আদালত ও পারিবারিক আদালতসহ পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা চালু করা। বিচার বিভাগের স্বাধীনতা দেওয়া। ধর্মীয় মূল্যবোধকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া। এক বছরের মধ্যে মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ের বিদ্যুৎ ও পানির বিল মওকুফ করে দেওয়া। কৃষকদের ভর্তুকি মূল্যে সার, ডিজেল, কীটনাশক সরবরাহ করা। কৃষি উপকরণের ওপর কর-শুল্ক মওকুফ। সহজ শর্তে কৃষকদের ঋণ সরবরাহ। সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার তিন মাসের মধ্যে সন্ত্রাস-চাঁদাবাজি সমূলে নির্মূল করা। গ্যাস ও জ্বালানির মূল্য বৃদ্ধি না করা। সারা দেশে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ নিশ্চিত করা। ফসলি জমি নষ্ট করে কোনো স্থাপনা বা আবাসিক এলাকা গড়ে তোলা আইন করে বন্ধ করা। খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধে বিদ্যমান আইন সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান করা। শিক্ষা পদ্ধতি সংশোধনের মাধ্যমে কোচিং ব্যবসা বন্ধ করা। সুলভ মূল্যে শিক্ষাসামগ্রী সরবরাহ করা। ইউনিয়নভিত্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্র কার্যকর করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করে সেবা খাত উন্নত করা। হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিবন্ধকতা সৃস্টিকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাস্তাঘাট সংস্কার এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোকে কমপক্ষে ৫০ ভাগ প্রশস্ত করা। গুচ্ছগ্রাম ও পথকলি ট্রাস্ট পুনঃপ্রতিষ্ঠা। পল্লী রেশনিং পদ্ধতি চালু করা। শিল্প ও অর্থনীতির অগ্রগতি সাধন। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা। জাতীয় পার্টির একাদশ নির্বাচনী কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন সেলের চেয়ারম্যান এইচ এম এরশাদের রাজনৈতিক ও তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পীরজাদা শফিউল্লাহ আল মুনির বলেন, বসুন্ধরা কনভেনশন সেন্টারে ১৮ ও ১৯ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে অ্যাপস ব্যবহার করে প্রচারণা চালিয়েছেন আমরাও তেমন প্রচারণা চালাব।  জাপা সূত্র জানায়, নির্বাচনের জন্য ৩০০ আসনেই প্রার্থী প্রস্তুত রাখছে জাপা। তবে চূড়ান্ত পর্যায়ে আওয়ামী লীগের সঙ্গে জোট করেই ভোট করবে জাতীয় পার্টি। সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে বিষয়টি অনেকটা নিশ্চিত হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এ ছাড়াও আগামী নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে এইচ এম এরশাদের ইতিবাচক বৈঠক অনুষ্ঠিত হওয়ায় খোশ মেজাজে রয়েছেন এরশাদ। এদিকে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য আটঘাট বেঁধে মাঠে নামছে জাপা। এদিকে দলীয় দায়িত্বশীল নেতাদের তালিকা ধরে সম্ভাব্য প্রার্থীকে ডেকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মনোনয়ন চূড়ান্ত করতে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীদের অনেকে। তবে আগামী নির্বাচনে জাপা থেকে বেশ কিছু নতুন মুখ আসারও সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর