বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বাবা-মাকে অবহেলা করলে অবহেলিত হবেন আপনিও

নিজস্ব প্রতিবেদক

বাবা-মাকে অবহেলা করলে অবহেলিত হবেন আপনিও

ড. কাজী খলীকুজ্জমান

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, ‘অনেক ছেলে-মেয়ে সামর্থ্য থাকলেও প্রবীণ বাবা-মার দিকে তাকান না। তারা বাবা-মাকে আবর্জনা মনে করেন। বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করলে আপনাকেও আপনার সন্তান অবহেলা করবে।’ রাজধানীর একটি হোটেলে ‘প্রবীণ অধিকার সুরক্ষায় : আন্তপ্রজন্ম সেতুবন্ধন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অর্থনীতিবিদ বলেন, প্রবীণ অধিকার সুরক্ষায় আন্তপ্রজন্ম সেতুবন্ধ খুব গুরুত্বপূর্ণ। প্রবীণদের অধিকারে সরকারের নীতি আছে, বিভিন্ন কর্মসূচি আছে। কিন্তু সেগুলোর যথাযথ বাস্তবায়নের দিকে নজর দিতে হবে। বাস্তবায়নের ক্ষেত্রে যারা গাফিলতি করেন, তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। কাজী খলীকুজ্জমান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলকে প্রবীণদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে হবে। স্থানীয় সরকারসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থা প্রবীণদের জন্য কী কাজ করবে সেগুলোও ইশতেহারে থাকতে হবে। পরিবারের প্রধানদের সন্তানের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি, সামাজিক অবক্ষয় রোধে ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া নানা সামাজিক সমস্যা থেকে উত্তরণের জন্য সন্তানের পারিবারিক শিক্ষা দরকার। দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে এ অর্থনীতিবিদ বলেন, ‘আগে বাংলাদেশের কথা কেউ শুনত না। এখন সবাই এ দেশের কথা বলে। আমাদের আর বলতে হয় না।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেন, জাতীয় প্রবীণ নীতিমালার আলোকে প্রবীণ আইন করা প্রয়োজন। তাহলে প্রবীণদের অধিকার সংরক্ষণে সবাই সচেতন থাকবে। যারা প্রবীণের অধিকার লঙ্ঘন করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন, হেল্প এইজ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর রাবেয়া সুলতানা, প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের মহাসচিব ড. এ এস এম আতিকুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর