বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জগাখিচুড়ি জাতীয় ঐক্যে : কাদের

নোয়াখালী প্রতিনিধি

আগামী নির্বাচনে হিন্দু সম্প্রদায়কে বিএনপি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সঙ্গে তিনি জাতীয় ঐক্যফ্রন্টকে জগাখিচুড়ির ঐক্য বলেও অভিহিত করেন।

গতকাল নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার অমরপুর শ্রীশ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুরা বাড়িঘরে থাকতে পারবে না। তাদের বন্ধু আরও সাম্প্রদায়িক দল। এদের নিয়ে বিএনপি ক্ষমতায় এলে দেশের মাইনরিটি সবচেয়ে বিপদে পড়বে। তাই আগামী নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করে অসাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটাতে হবে। এ সময় তিনি বলেন, হিন্দুদের দাবি-দাওয়া প্রধানমন্ত্রী অপূর্ণ রাখেননি। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এর আগে মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে শ্রীশ্রী জগন্নাথ মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে বলেন, জাকের পার্টিসহ আরও অনেক দল আওয়ামী লীগের নির্বাচনী জোটে শামিল হতে চায়, যা পরবর্তী ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন রুমি প্রমুখ।

সর্বশেষ খবর