শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সৌদি যুবরাজের আগ্রহ বাংলাদেশে বিনিয়োগে

প্রতিদিন ডেস্ক

সৌদি যুবরাজের আগ্রহ বাংলাদেশে বিনিয়োগে

সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ মুহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ বাংলাদেশের ব্যাপক উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, তিনিও এ উন্নয়নের অংশীদার হতে চান। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুবরাজ মুহাম্মদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সৌদি যুবরাজকে উদ্ধৃত করে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘তিনি বলেছেন, সাম্প্রতিক কালে বাংলাদেশের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, সে সম্পর্কে আমি অবগত আছি এবং এ উন্নয়নের বিকাশে আমিও এর অংশীদার হতে চাই।’

তিনি বলেন, ‘মুহাম্মদ বিন সালমান তার কর্মকর্তাদের বাংলাদেশ দেখে আসা এবং এ দেশে উন্নয়নের কী ঘটছে তা পর্যবেক্ষণে বিশেষজ্ঞ পাঠানোর কথা বলেছেন। তিনি বলেন, “তখন আমরা সিদ্ধান্ত নেব কোন কোন ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগ প্রয়োজন”।’ পররাষ্ট্র সচিব বলেন, গত রাতে রিয়াদের রয়্যাল প্যালেসে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শহীদুল হক বলেন, ‘প্রায় আধঘণ্টা স্থায়ী এ বৈঠকে তিনি (মুহাম্মদ বিন সালমান) খুবই উত্ফুল্ল ছিলেন।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, তখন তিনি অত্যন্ত উষ্ণতার সঙ্গে এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং বলেন, ‘আমি শিগগিরই বাংলাদেশ সফর করব।’

শেখ হাসিনা মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা আমাদের নিজেদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ করব না। বরং আমরা আমাদের যে কোনো সমস্যা নিজেরাই সমাধান করব।’ প্রধানমন্ত্রী যখন জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত তিনি ছয়বার সৌদি আরব সফর করেছেন, তখন সৌদি যুবরাজ তাকে ‘হাফ সৌদি’ বলে বর্ণনা করেন। ‘এটিও আপনার বাড়ি’ উল্লেখ করে সৌদি যুবরাজ বলেন, ‘আপনি অনেকবার সৌদি আরব সফর করেছেন। তাই আপনি “হাফ সৌদি” হয়ে গেছেন।’ মুসলিম উম্মাহর মধ্যে শান্তি বজায় রাখা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে যুবরাজ বলেন, ‘আমরাও এটা চাই এবং আমরা সবাই একত্রে শান্তিতে বসবাস ও উন্নয়ন করতে চাই।’ যুবরাজ বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের চমৎকার সহযোগিতার সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে এ সহযোগিতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও বৃদ্ধি পাবে।’

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মুহাম্মদ বিন সালমানের বৈঠকে মূলত দুটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এর একটি হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ এবং অন্যটি প্রতিরক্ষাসংক্রান্ত। শহীদুল হক বলেন, ‘আমরা আশা করছি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে সৌদি আরবের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফর করবেন এবং দেশটি বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করবে।’ পররাষ্ট্র সচিব বলেন, সৌদি যুবরাজ বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য খুবই উৎসাহী। শেখ হাসিনা সৌদি বাদশাহর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার রিয়াদ পৌঁছান।

ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারত শেষে গতকাল দুপুরে জেদ্দায় পৌঁছান। পরে প্রধানমন্ত্রী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওমরাহ পালনের জন্য রাতে তিনি পবিত্র মক্কা নগরীতে যান। খবর বাসসের।

সর্বশেষ খবর