শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

বি. চৌধুরীর চায়ের দাওয়াতে ন্যাপ-এনডিপি

নিজস্ব প্রতিবেদক

বিকল্পধারা বাংলাদেশ ও যুক্তফ্রন্ট সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, পেশিশক্তি নয়, জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যুক্তফ্রন্টের পরিধি বাড়ানো হবে। এজন্য তিনি বিকল্পধারা, এনডিপি ও বাংলাদেশ ন্যাপকে পৃথক প্রস্তাব তৈরি করে তাঁর কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।

গতকাল বিকালে রাজধানীর বারিধারায় বি. চৌধুরীর বাসভবনে ২০-দলীয় জোট থেকে সদ্য বেরিয়ে যাওয়া এনডিপি ও ন্যাপ নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন বলে বৈঠকসূত্রে জানা যায়। বিকাল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত তিন দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, দলের যুগ্মমহাসচিব মাহী বি. চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, যুগ্মসম্পাদক আবদুর রউফ মান্নান অংশ নেন। অন্যদিকে  বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজার নেতৃত্বে ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈশা, ন্যাপ প্রেসিডিয়াম সদস্য মনির এনায়েত মল্লিক, ব্যারিস্টার মশিউর রহমান গানি প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মাহী বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে এবং আগামী নির্বাচন সামনে রেখে একটি বৃহত্তর ও শক্তিশালী ঐক্য গড়ার সিদ্ধান্ত নিয়েছি। সে অনুসারে যুক্তফ্রন্টকে আমরা সম্প্রসারণ করতে চাই। আপাতত তিন দলের বৈঠকে নিজেদের ওয়ার্কিং কমিটির মাধ্যমে প্রস্তাব তৈরি করে যুক্তফ্রন্ট সভাপতির কাছে পেশ করতে বলা হয়েছে। পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ জেবেল রহমান গানি বলেন, ‘আগামী দিনে দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা অধ্যাপক বি. চৌধুরীকে অভিভাবক হিসেবে মনে করি। বিএনপি অতীতে তাঁর সঙ্গে যে আচরণ করেছে তার জন্য আমরা নিন্দা জানাই। আমরা (ন্যাপ ও এনডিপি) জোট রাজনীতির সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে ফ্রন্ট রাজনীতিতে প্রবেশ করেছি।’ খন্দকার গোলাম মর্তুজা বলেন, ‘বৈঠকে আমরা একটা বৃহত্তর গণতান্ত্রিক রাজনৈতিক ঐক্য গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি; যে ঐক্য হবে জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে।’

সর্বশেষ খবর