শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ব্যবসায়ী লতিফুর রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লতিফুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বিকালে তিনি সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হন। এরপর অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. নাসির উদ্দিন বিকাল ৩টা থেকে দুই ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে লতিফুর রহমান কোনো কথা বলেননি। এ সময় ব্যক্তিগত চিকিৎসক ডা. মোজাহিদুল ইসলাম ও আইনজীবী মো. ফখরুজ্জামান তার সঙ্গে ছিলেন। এর আগে ১১ অক্টোবর লতিফুর রহমানকে হাজির হতে নোটিস দেয় দুদক। জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপিসহ তাকে দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। ওই নোটিসে বলা হয়, লতিফুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ট্রান্সকম গ্রুপভুক্ত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ভ্যাট ফাঁকি দিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন দেশে অর্থ পাচার এবং অবৈধ উপায়ে সরকারি জমি দখলে রাখার অভিযোগ রয়েছে। দুদক সূত্র জানায়, চলতি বছরের অক্টোবরে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়।

সর্বশেষ খবর