শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
আমেরিকায় গবেষণা

বাংলাদেশিদের গড় আয়ু হবে ৭৯.৩৪ বছর

প্রতিদিন ডেস্ক

আমেরিকানদের গড় আয়ুর সীমারেখা কমেছে। বিশ্বব্যাপী পরিচালিত এক গবেষণা জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্র ৪৩ থেকে ৬৪ স্থানে নেমেছে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের এ জরিপ রিপোর্ট প্রকাশ পায় ১৬ অক্টোবর। এনআরবি নিউজ।

এ রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বেই মানুষের আয়ু আরও বাড়বে ২০৪০ সালের মধ্যে। বাংলাদেশের গড় আয়ু ২০১৬ সালে ছিল ৭২.৬৩ বছর। ২০৪০ সালে তা বেড়ে ৭৯.৩৪ বছর হবে। এ গবেষণায় আরও বলা হয়েছে, এখনো বিশ্বের মানুষের গড় আয়ু হচ্ছে ৭৯.৮ বছর। যুক্তরাজ্য, কলম্বিয়া, জাপান, কোস্টারিকা, সৌদি আরব এবং তুরস্কের নিচে রয়েছে আমেরিকানরা। ২০৪০ সালে মানুষের গড় আয়ু বেড়ে ৮৫.৮ বছর হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে জরিপে। সে সময় সবচেয়ে বেশিদিন বাঁচবে জাপান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, পর্তুগাল, ইটালি, ইসরায়েল, ফ্রান্স, লুক্সেমবার্গ এবং অস্ট্রেলিয়ানরা। তবে সব কিছু নির্ভর করবে বিশ্বের সামগ্রিক গতি-প্রকৃতির ওপর। সে সময়ে চীনের বর্তমান অবস্থান ৬৮ থেকে ৩৯-এ উঠবে। তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বাড়বে সিরিয়ানদের গড় আয়ু। বর্তমানে তাদের অবস্থান ১৩৭, সেটি কমে ৮০ হবে। অপর দিকে সবচেয়ে কমবে ফিলিস্তিনিদের আয়ু। বর্তমানে তাদের অবস্থান ১১ তে, ২০৪০ সালে তা ১৫২ তে উঠবে। উচ্চ রক্তচাপ, বেশি মুটিয়ে যাওয়া, রক্তে সুগারের সংযোজন, নেশা করা, সিগারেট পান ইত্যাদি কারণে মানুষের আয়ু কমবে। এ জরিপে আরও বলা হয়েছে, চীনে বায়ু দূষণের শিকার হয়ে প্রতি বছর ১০ লাখ মানুষের প্রাণ যাচ্ছে। আফগানিস্তানসহ প্যাসিফিক আইল্যান্ডের ৩০টি দেশের মানুষের গড় আয়ু ৫৭ থেকে বেড়ে ৬৯ বছর হবে।

সর্বশেষ খবর