শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
ফিলিস্তিন ইস্যু

নিরাপত্তা পরিষদকে সতর্ক করল বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত বৃহস্পতিবার ‘ফিলিস্তিন প্রশ্নসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি’ বিষয়ক এক মুক্ত আলোচনায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, ফিলিস্তিন প্রশ্নে নিরাপত্তা পরিষদ কেবল দর্শকের ভূমিকায় থাকতে পারে না। এক্ষেত্রে চলমান রাজনৈতিক অচলাবস্থা মোটেও গ্রহণযোগ্য নয়। এনআরবি নিউজ।

রাষ্ট্রদূত মাসুদ বলেন, এর সমাধান আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক ব্যবস্থা এবং শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। জাতিসংঘের প্রস্তাবসমূহ, মাদ্রিদ নীতি এবং আরব শান্তি প্রক্রিয়াসহ আন্তর্জাতিকভাবে ঐকমত্যে পৌঁছানো বিচার্য বিষয়ের ওপর ভিত্তি করে  ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হবে। রাষ্ট্রদূত মাসুদ বলেন, সহিংসতা ও বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা বেদনাদায়কভাবে বেড়েই চলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই হত্যা করা হচ্ছে শিশু ও শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের। তিনি এ পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের কাছে ইসরায়েলি অবরোধ সরিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ এবং দায়িত্বশীলতার সঙ্গে সংকটের সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর