শনিবার, ২০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঐক্যফ্রন্টে বিচলিত সরকার

নিজস্ব প্রতিবেদক

ঐক্যফ্রন্টে বিচলিত সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সময় কম, অল্প সময়ের মধ্যে এই সরকারের বাঁধ ভাঙতে হবে। মাঠে নামতে হবে, যাতে সরকার আলোচনায় বসতে বাধ্য হয়। তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা প্রমাণ করব দেশের মানুষ বিএনপিকে সমর্থন করে। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে সরকারের আঁতে ঘা লেগেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান  অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মওদুদ বলেন, সরকার মনে করেছিল, খালেদা জিয়াকে কারাবন্দী করলে বিএনপি খণ্ড-বিখণ্ড হয়ে যাবে। বর্তমান বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর থেকে সরকারকে আমরা বিচলিত দেখতে পাচ্ছি উল্লেখ করে মওদুদ বলেন, বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন তারা ঐক্যফ্রন্টকে ভয় পান। এই ঐক্যের মাধ্যমে আমরা যে সঠিক কাজ করেছি সরকারের সমালোচনা শুনেই সেটা বুঝতে হবে। তাদের অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যে প্রমাণ হয়ে গেছে আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বিপুল ভোটে পরাজিত হবে। দেশের মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়েছে দাবি করে মওদুদ বলেন, আজকে গ্রামগঞ্জের মানুষ একটাই কথা বলে, ঐক্য হয়ে গেছে। একটা আশার আলো দেখতে পারছেন দেশের মানুষ। নিজেদের মধ্যে একটা আস্থা ফিরে পেয়েছেন। মানুষ দেখছেন আগামী নির্বাচনে নিজেদের ইচ্ছামতো ভোট দিতে পারবেন। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, বর্তমান মন্ত্রিসভার একজন মন্ত্রীও জিততে পারবেন না। আর তিন মাসও নেই, কিন্তু সরকারের আচরণ দেখে বোঝা যায় তারা আজকে কতটা ভীত। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে মওদুদ বলেন, ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার গায়েবি মামলা দেওয়া হয়েছে। একেকটি মামলায় ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। সাড়ে তিন লাখ আসামি করেছে বিএনপি নেতা-কর্মীদের। এটা কি নির্বাচনের পরিবেশ? মওদুদ বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি আইন করে তারা আজকে আতঙ্কিত করে তুলেছে।

সর্বশেষ খবর