রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ক্ষমতায় গেলে সাত দিনের মধ্যে ডিজিটাল আইন বাতিল : মওদুদ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে সাত দিনের মধ্যে সম্প্রচার আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করবে বিএনপি। সাবেক এই আইনমন্ত্রী বলেন, ঐক্যফ্রন্টের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে সংলাপে বসতে। সরকারকে বাধ্য করা হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে। ঐক্যফ্রন্টের আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন হবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধন কর্মসূচিতে মওদুদ আহমদ এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সমাবেশ সম্পর্কে মওদুদ আহমদ বলেন, বিএনপিকে যদি সমাবেশ করতে দেওয়া হতো, তাহলে এর চেয়ে ২০ গুণ বেশি লোকসমাগম হতো। তিনি বলেন, জাতীয় পার্টি, চরমোনাই পীর সাহেবকে অনুমতি দেওয়া হয়। বিএনপি সভা করতে চায়, কিন্তু দেওয়া হয় না। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা খান প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর