সোমবার, ২২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ব্যবস্থাপনা পরিবর্তন জরুরি

নীতিমালা, মামলা-জরিমানা থাকলেও কমেনি সড়কে নৈরাজ্য, বেড়েছে দুর্ঘটনা। সমাধান কোথায়? তিন বিশেষজ্ঞ জানিয়েছেন অভিমত। তাদের সঙ্গে কথা বলেছেন জয়শ্রী ভাদুড়ী

ব্যবস্থাপনা পরিবর্তন জরুরি

কারার মাহমুদুল হাসান

যোগাযোগ বিশেষজ্ঞ সাবেক সচিব কারার মাহমুদুল হাসান বলেন, রাজধানীতে রাস্তার পরিমাণ বাড়ছে না কিন্তু প্রতিদিন বাড়ছে যানবাহনের সংখ্যা। বর্তমান গণপরিবহন সমন্বয় পদ্ধতির পরিবর্তন না আনলে আগামী দুই বছরের মধ্যে ঢাকা শহরে গাড়ি আর চলাচল করতে পারবে না। ভূতের শহরে পরিণত হবে রাজধানী। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিআরটিএর হিসাবে ঢাকায় প্রতিদিন ২১৫টি মোটরসাইকেল বাড়ছে। সারা দেশে প্রতিদিন বাড়ছে ১ হাজার ৫০টি মোটরসাইকেল। এরকম বাড়ছে প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহনের সংখ্যাও। প্রতিদিন যানবাহন এই হারে বাড়লেও রাস্তা বছরে এক ইঞ্চিও বাড়ছে না। বরং হকারদের কারণে আরও কমছে। তাই যানবাহন ব্যবস্থাপনা না পাল্টালে এই ক্রমবর্ধমান যানবাহনকে সামলানো অসম্ভব হয়ে পড়বে। একমাত্র যানবাহন ব্যবস্থাপনার সমন্বয় পদ্ধতির পরিবর্তনই পারে সড়কে শৃঙ্খলা ফেরাতে।

সর্বশেষ খবর