সোমবার, ২২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অষ্টম পর্যন্ত পাবলিক পরীক্ষা উচিত নয়

নিজস্ব প্রতিবেদক

অষ্টম পর্যন্ত পাবলিক পরীক্ষা উচিত নয়

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা রাখা উচিত নয়। কোমলমতি শিশুদের আনন্দপাঠ বা খেলাধুলার মাধ্যমে শেখানো উচিত। জোর করে খুদে শিক্ষার্থীদের ওপর পরীক্ষা চাপিয়ে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। গতকাল রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতর অডিটরিয়ামে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই প্রকল্পের উদ্বোধনী এবং অবহিতকরণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। জাফর ইকবাল আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের গণিত ও ইংরেজি বিষয়ের ওপর এক ধরনের ভীতি কাজ করে। এটি কাটিয়ে তুলতে হবে। এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ওপর পারদর্শী করা সম্ভব হবে। তিনি  বলেন, আমাদের দেশের চার কোটি শিক্ষার্থীকে যদি সঠিকভাবে শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে দেশ এমনিতেই এগিয়ে যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ভীতি কাটাতে দেশের ১৭ জেলায় মোট ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড আয়োজনের ঘোষণা দেন। তিনি বলেন, প্রাথমিক স্তরের শিক্ষাকে মানসম্মত করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাইলট প্রকল্প সফল হলে দেশের প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীকে এর আওতায় আনা হবে। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশে শিক্ষার্থীর সংখ্যা এগিয়ে গেলেও মানের দিক থেকে পিছিয়ে আছে। বিশ্বের সঙ্গে সমন্বয় করে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা না দিতে পারলে তারা পিছিয়ে পড়বে।

সর্বশেষ খবর