মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তফসিলের আগে সংলাপের যৌক্তিকতা নেই

নিজস্ব প্রতিবেদক

তফসিলের আগে সংলাপের যৌক্তিকতা নেই

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তফসিল ঘোষণার আগে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের দাবি অবাস্তব, অযৌক্তিক ও অপ্রয়োজনীয়। ঐক্যফ্রন্টের সাত দফা দাবিও অবাস্তব ও অপ্রয়োজনীয়। তিনি বলেন, দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে সংলাপে বসতে হবে। সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে এ অল্প সময়ের মধ্যে সংলাপ করার মতো যেমন পর্যাপ্ত সময় নেই, তেমনি সংলাপের বাস্তব কোনো কারণও নেই। গতকাল রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। এ সময় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, সড়ক ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইকরামুল হাসান, সংসদ সদস্য মনিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ছিল নিরাপদ সড়ক দিবস এবং মরহুমা জাহানারা কাঞ্চনের ২৫তম মৃত্যুবার্ষিকী। যার অকাল মৃত্যুতে সড়ককে নিরাপদ করার এই সামাজিক আন্দোলনের জন্ম। সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিপরিষদের সভায় স্বীকৃতি দেয়। এ বছর দ্বিতীয় বারের মতো দেশব্যাপী সরকারিভাবে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিবারের ন্যায় এবারও মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এবারের প্রতিপাদ্য আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব। এর আগে দিবসটি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। র‌্যালি শেষে কৃষিবিদ ইনস্টিটিউশন  মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর