বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে ঐক্যফ্রন্টের শোডাউন আজ, লিফলেট বিতরণ আওয়ামী লীগের

মাহমুদ আজহার ও শাহ্ দিদার আলম নবেল, সিলেট থেকে

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভা আজ। বেলা ২টায় পুণ্যভূমি সিলেটের রেজিস্ট্রারি মাঠে এই জনসভা হবে।  স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি এখন সিলেটে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সংসদ ভেঙে দেওয়াসহ ৭ দফা দাবিতে বিএনপির সমন্বয়ে গঠিত ঐক্যফ্রন্ট প্রথমবারের মতো মাঠের কর্মসূচি নিয়েছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে এ জনসভায় ২০ দলের দৃশ্যমান কোনো অংশগ্রহণ থাকছে না।  এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশের দিন আজ সিলেটে সরকারের উন্নয়নের বার্তা সংবলিত প্রচারপত্র বিলির কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। তবে এই কর্মসূচি ঐক্যফ্রন্টের সমাবেশের পাল্টাপাল্টি কর্মসূচি নয় বলে  জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।  জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা এখন সিলেটে। নতুন রাজনৈতিক জোটটি সমাবেশে বিপুল লোকসমাগমের মাধ্যমে তাদের গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে চায়।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুণ্যভূমি সিলেট থেকে আমাদের যাত্রা শুরু। যে দাবি এতদিন বিএনপি করেছিল, এখন তা সরকারবিরোধী সব রাজনৈতিক দলের দাবিতে পরিণত হয়েছে। আজ গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির পক্ষে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। আমরা সফল হবোই।  স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা যে ৭ দফা দিয়েছি তার যাত্রা শুরু হচ্ছে পবিত্র শহর হযরত শাহজালাল ও হযরত শাহপরানের পুণ্যভুমি সিলেট থেকে। আশা করছি জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় গণতন্ত্রপ্রত্যাশী লাখো মানুষের ঢল নামবে। জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা ঘিরে গত কয়েক দিন ধরে সিলেটের রাজনীতিতে উত্তাপ বইছে। বিএনপিসহ ঐক্যফ্রন্টভুক্ত দলগুলোর নেতা-কর্মীরা সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে বড় দল বিএনপির তোড়জোড়ই ছিল বেশি। বিরামহীন মাইকিং, লিফলেট বিতরণ ও সমন্বয় সভা প্রভৃতির মাধ্যমে সমাবেশের প্রস্তুতি  নেওয়া হয়েছে।  সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশস্থলে গত রাতেই ৪০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের মঞ্চ নির্মাণ করা হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ড. কামাল হোসেন। প্রধান বক্তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জনসভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহানগর কমিটির সদস্য ও সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। জনসভা শুরুর আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতারা প্রথমে শহরে হযরত শাহ জালাল (রহ.)-এর মাজার জিয়ারত এবং পরে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর কবর জিয়ারত করবেন। এরপর খাদিমনগরে হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারা। গতকাল বিকালে বিমানে সিলেট পৌঁছেছেন জাতীয় যুক্তফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মুন্টু ও নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। একই ফ্লাইটে বিকালে সিলেট পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। জনসভার প্রস্তুতি কার্যক্রম তদারকি করতে ইতিমধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী সিলেটে অবস্থান করছেন। গত রাতেও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা। এ ছাড়াও ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর আহমেদ, জেএসডির সহসভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনও সিলেটে পৌঁছেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সকালের ফ্লাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সিলেট পৌঁছাবেন।

উন্নয়নবার্তা বিলি করবে আওয়ামী লীগ : আজ বুধবার সকাল ১১টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সরকারের নানা উন্নয়নের দিক তুলে ধরে প্রচারপত্র বিলি করা হবে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই প্রচারপত্র বিলি করবেন।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, সরকারের উন্নয়নের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমরা প্রচারপত্র বিলি করব। তবে এই কর্মসূচি জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের পাল্টা কর্মসূচি নয়। গতকাল বিকালে নগরীতে সরকারের উন্নয়নবার্তা বিলি করেন মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।  এর আগে নেতৃবৃন্দ হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

সর্বশেষ খবর