বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য, ষড়যন্ত্র নয়

এমাজউদ্দীন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, এই সরকার সব জায়গায় ষড়যন্ত্রের কথা বলে। এমনকি ‘জাতীয় ঐক্যফ্রন্ট’কেও ষড়যন্ত্র বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এটা ষড়যন্ত্র নয়। এটা জাতীয় স্বার্থে ঐক্য। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক  স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের প্রথম স্মরণসভায় তিনি এসব কথা বলেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এর আয়োজন করে। ড. এমাজউদ্দীন আহমদ আরও বলেন, রাষ্ট্রের কর্মকর্তাদের দলীয় কাজে ব্যবহার করাটাই ষড়যন্ত্র। সরকারি কর্মকর্তাদের দিকে তাকালে দেখা যায় তারা হয়তো ভুলেই গেছেন যে তারা কোনো দলের কর্মকর্তা নন। এমনকি কোনো নির্দিষ্ট সরকারের কর্মকর্তাও তারা নন। তারা জনগণের কর্মকর্তা। জনগণের কষ্টে অর্জিত অর্থ দিয়েই তাদের বেতন দেওয়া হয়। জনকল্যাণে তাদের সংশ্লিষ্ট থাকার কথা। এটা হয়তো তারা ভুলেই গেছেন। । নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ এতে বক্তব্য দেন।

সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থাপনা পরিবর্তন জরুরি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, সড়ক দুর্ঘটনায় ব্যবস্থাপনা পরিবর্তন জরুরি হয়েছে। এর আগে সড়ক দুর্ঘটনায় আহত দি ইউনিভার্সেল একাডেমির প্রকাশক ও পরিচালক এএসএম ভুইয়া শিহাবকে তার বাড়িতে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনার কারণ নিয়ে এসব কথা বলেন তিনি। সম্প্রতি সড়ত দুর্ঘটনায় শিহাবের বাম পায়ের তিনটি হাড় ভেঙে ও পা থেঁতলে গিয়ে তিনি পঙ্গুত্ব বরণ করেন। এমাজউদ্দীন আহমদ বলেন, এ দুর্ঘটনায় সৃজনশীল প্রকাশনায় অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোনো কিছুর বিনিময়ে শুধরানো সম্ভব নয়।

সর্বশেষ খবর