শিরোনাম
বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনকালীন মন্ত্রিসভার সিদ্ধান্ত ২৬ অক্টোবর

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের নির্বাচনকালীন সরকার কেমন হবে সে বিষয়ে ২৬ অক্টোবর আওয়ামী লীগের যৌথ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ওই দিন সন্ধ্যায় দলের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির যৌথ সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল সচিবালয়ে সড়ক বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সাংবাদিকরা মন্ত্রিসভার আকার সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর সর্বশেষ ভাবনায় যৌক্তিকতা আছে। মন্ত্রিসভার সাইজ বড় ছোট ব্যাপার নয়, প্রতিবেশী দেশ ভারতেও একই অবস্থা। মন্ত্রী বলেন, গতবার বিষয়টা ভিন্ন ছিল, মন্ত্রিসভার সাইজ ছোট হয়ে গিয়েছিল, ভিন্ন প্রেক্ষাপট ছিল, বিএনপির নির্বাচনে অংশ গ্রহণের বিষয় ছিল, পার্লামেন্টে ছিল। এবার সাইজ ছোট হলেও দু-একজন যুক্ত হতে পারে, এ অবস্থায় থাকলেও দু-একজন যুক্ত হতে পারে। কোন দল থেকে নতুন মন্ত্রী আসতে পারে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রুলিং পার্টি থেকে আসতে পারে, মেইন অপজিশন পার্টি থেকেও আসতে পারে। সম্ভবত মেইন অপজিশন পার্টি থেকে আসতে পারে। মহাজোট সম্প্রসারণের কোনো উদ্যোগ আছে কি না— জানতে চাইলে তিনি বলেন, ড. কামাল হোসেন তার অবস্থান ব্যক্ত করেছেন। মেরুকরণটা কোথায় গিয়ে ঠেকে, এখন তো অনেকগুলো জোট হয়ে গেছে। জোটের মেলা দেখতি পাচ্ছি, জোট তারকাদের মেলা দেখতে পাচ্ছি। জনতার কতটা সমর্থন আছে এটি বিষয় নয়, আমি নেতা আমার সিল প্যাড থাকলেও তো দল। ওবায়দুল কাদের বলেন, আগামী কয়েক দিনের ভিতরে অনেক কিছুই স্পষ্ট হবে। কাউকে কটাক্ষ করছি না, তাদের আরও মেলা সামনের দিকে দেখতে পাবেন।

 এগুলো দেখেই সামনের দিনে চিন্তাভাবনা করব। আমাদের ১৪-দলীয় জোট অনেক আগে থেকেই সক্রিয়, জাতীয় পার্টির সঙ্গেও সমঝোতা আছে। তিনি বলেন, বিএনপি নির্বাচন না করলে জাতীয় পার্টি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তখন আমাদের তো আর জোট করার প্রশ্ন আসে না। মেরুকরণটা কোথায় গিয়ে দাঁড়ায় তার ওপর নির্ভর করবে অ্যালায়ান্সের সমীকরণ কীভাবে করতে হবে।

সর্বশেষ খবর