বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রাহুল প্রধানমন্ত্রী পদের প্রার্থী নন

নয়াদিল্লি প্রতিনিধি

রাহুল প্রধানমন্ত্রী পদের প্রার্থী নন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বী নন। সাবেক অর্থমন্ত্রী এবং শীর্ষস্তরের কংগ্রেস নেতা পি চিদাম্বরম এই মন্তব্য করেছেন। তিনি এও বলেন, কংগ্রেস এখনো এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যে, রাহুলকে প্রধানমন্ত্রী পদে তুলে ধরা হবে। তার বক্তব্য হলো-কংগ্রেস পুরানো শরিকদের নিয়েই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ভোটের পর শরিকদের মত নিয়েই প্রধানমন্ত্রী বাছাই করা হবে। চিদাম্বরম এও বলেন, ‘কংগ্রেসে প্রধানমন্ত্রী পদ গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় নয়। দলের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে তারা যেন প্রকাশ্যে মুখ না খোলেন। কংগ্রেসের প্রধান লক্ষ্য আগামী ভোটে বিজেপি সরকারকে উত্খাত করা এবং এমন একটি সরকার তৈরি করা যারা ‘কর’ সন্ত্রাসবাদ চালাবে না, মানবাধিকার হরণ করবে না, মানুষকে ভীত না করে নারী ও শিশুদের সম্মান ও অধিকার রক্ষা করবে এবং কৃষকদের ফসলের ন্যায্য দাম দেবে।’ এই মুহূর্তে কংগ্রেস ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারে ব্যস্ত। এই পাঁচ রাজ্যের ফলাফলকে ভারতীয় বিশ্লেষকরা লোকসভার আগে সেমিফাইনাল বলছেন। এই রাজ্যগুলো হলো রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম।

সর্বশেষ খবর