শিরোনাম
বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

গ্রেফতার না করলে ক্ষুব্ধ হতো নারী সমাজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

গ্রেফতার না করলে ক্ষুব্ধ হতো নারী সমাজ

ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার না করলে নারী সমাজ ক্ষুব্ধ হতো বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, সরকারের বিরুদ্ধে টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন অনেক কথা বলতেন। তখন কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। তাকে গ্রেফতার করা হয়েছে টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে অশালীন মন্তব্যের জন্য। তিনি যা বলেছেন তাতে শুধু মাসুদা ভাট্টির মানহানি হয়েছে তা নয়, দেশের নারী সমাজ মনে করে তার ঔদ্ধত্যপূর্ণ কথাটি পুরো নারী সমাজকে অপমানিত করেছে। সেখান থেকে মামলা হয়েছে। কোর্ট যখন ওয়ারেন্ট দিয়েছে তখন আইনশৃঙ্খলা বাহিনী যদি গ্রেফতার না করত তাহলে নারী সমাজ ক্ষুব্ধ হতো এবং এ ধরনের অশ্লীল বক্তব্যকে উৎসাহিত করা হতো। সে জন্য গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘উন্নয়নে রোল মডেল বাংলাদেশ : বতর্মান সরকারের মূল্যায়ন (২০০৯-২০১৮)’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন ‘রাষ্ট্রবিজ্ঞান সমিতি (রাস)’। সেমিনারে আইনমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানটি রাষ্ট্রবিজ্ঞানের অনুষ্ঠান। এখানে রাষ্ট্র নিয়ে সত্য কথা বলতে হয়। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখেছি। তিনি সারাক্ষণ বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন। কী করলে, কীভাবে দেশের উন্নয়ন হবে, সারাক্ষণ তিনি এ কথা চিন্তা করেন। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ একটি বড় শক্তি। বর্তমান সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে দেশের মানুষের জন্য উন্মুক্ত করে এ উন্নয়নকে ত্বরান্বিত করছেন। এ উন্নয়ন অব্যাহত রাখতে পারলে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল।’ সেমিনারে গত এক দশকে বাংলাদেশের সার্বিক উন্নয়নের একটি তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

সর্বশেষ খবর