শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঘুষখোরকে ধরতে কোনো বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

ঘুষখোরকে ধরতে কোনো বাধা নেই

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, আইনে ‘সরকারি দায়িত্ব পালনকালে ফৌজদারি অপরাধে কাউকে গ্রেফতার করা যাবে না’ বলা হলেও দুদকের গ্রেফতারে এটা বাধা হবে না। কারণ ঘুষ খাওয়া সরকারি দায়িত্ব পালন নয়। তাই ঘুষখোরকে ধরতে কোনো বাধা নেই। গতকাল দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন,  ‘যে আইন পাস হয়েছে, এটা এখনো দেখিনি। পত্রিকার মাধ্যমে জেনেছি। পত্রিকায় যতটুকু দেখেছি, তাতে দুদকের কোনো অসুবিধা নেই। বরং সহযোগিতা হবে।’ সরকারের অনুমতি ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না- প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, ‘গ্রেফতারের বিষয়টা অন্য। মামলার তদন্ত কর্মকর্তা যদি মনে করেন, গ্রেফতার করতে হবে, পালানোর আশঙ্কা রয়েছে- সে ক্ষেত্রে তিনি গ্রেফতার করবেন। কোনো অসুবিধা নেই।’ এই আইনের বিষয়ে দুদকের পরামর্শ নেওয়া হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের পরামর্শ নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। দেশে যে আইন হবে, তা আমরা পালন করব।’ নতুন আইনটি দুদক আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আইনজীবীরা এ বিষয়ে ভালো বলতে পারবেন।

সর্বশেষ খবর