শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আইসিটি মামলায় খসরু রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আইসিটি মামলায় খসরু রিমান্ডে

তথ্য-প্রযুক্তি আইনে কারারুদ্ধ বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম শফি উদ্দিন পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এক দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আমীর খসরুর আইনজীবী মফিজুল হক ভূইয়া জানান, মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের এসআই সঞ্জয় গুহ ২৩ অক্টোবর আমীর খসরু মাহমুদ চৌধুরীর নমুনা কণ্ঠস্বর সংগ্রহ ও দুই দিনের রিমান্ডের আবেদন করেন। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করে। তবে আদালতে শুনানিকালে আমীর খসরু তার নমুনা কণ্ঠস্বর দিতে অস্বীকৃতি জানান। স্মর্তব্য যে, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামে এক শিক্ষার্থীর সঙ্গে আমীর খসরুর ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গত ৪ আগস্ট কোতোয়ালি থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন। মামলায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে ‘রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক’ কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ‘উসকানি’ দেওয়ার অভিযোগ আনা হয় আমীর খসরুর বিরুদ্ধে। গত ২১ অক্টোবর এ মামলায় জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত। এদিকে বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে আমীর খসরুর আইনজীবী মফিজুল হক ভূইয়া বলেন, আমরা আদালতকে বলেছি, এখন পর্যন্ত যে ফোনালাপ নিয়ে মামলা হয়েছে, ওই টেলিফোন রেকর্ডের কণ্ঠস্বর যে আমীর খসরু মাহমুদ চৌধুরীর সেটাও নিশ্চিত হওয়া যায়নি।

তাই তাকে রিমান্ডে নেওয়ার যুক্তি নেই। তার এই আইনজীবী আরও জানান, পুলিশের পক্ষ থেকে আমীর খসরুর কণ্ঠস্বর পরীক্ষারও আবেদন করা হয়েছিল। সে অনুযায়ী বিচারকের কক্ষে তাকে একটি কাগজ দিয়ে পড়তে বলা হলে আমীর খসরু তা পড়তে এবং তার নমুনা ভয়েস দিতে অস্বীকৃতি জানান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে শুনানি চলাকালে তিনি আদালতের কাছে এ সিদ্ধান্ত জানিয়ে দেন। শুনানি চলাকালে উপস্থিত একাধিক আইনজীবী ও পুলিশ সূত্রে জানা গেছে, নমুনা ভয়েস নিতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী ইউটিউব থেকে তার নমুনা ভয়েস সংগ্রহের পরামর্শ দিয়ে মামলার তদন্ত কর্মকর্তাকে সাফ জানিয়ে দেন, ‘আমার অসংখ্য বক্তব্যের ভিডিও আছে ইউটিউবে। আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিন। আমি কোনো নমুনা ভয়েস দেব না।’

সর্বশেষ খবর