শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

জনশৃঙ্খলা নষ্ট করলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

জনশৃঙ্খলা নষ্ট করলে কঠোর ব্যবস্থা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া হুঁশিয়ার করে বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো উদ্বেগ-উৎকণ্ঠার কারণ নেই। যারা জনশৃঙ্খলা নষ্ট, জননিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে ট্রাফিকশৃঙ্খলা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিএমপি  কমিশনার বলেন, জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব পুলিশের। যে কোনো ধরনের অপচেষ্টা ও সহিংসতা মোকাবিলা করতে পুলিশের সক্ষমতা রয়েছে। তিনি জানান, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে চলতি বছরে তৃতীয়বারের মতো বিশেষ ট্রাফিকশৃঙ্খলা সপ্তাহ (২৪-৩০ অক্টোবর) পালন করা হবে। সেখানে ট্রাফিক পুলিশের পাশাপাশি ২১৬ জন রোভার স্কাউটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা কাজ করবেন। তিনি বলেন, ‘ঢাকা শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সর্বকালের চেয়ে ভালো রয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টির তৎপরতাসহ এ ধরনের অপরাধ কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে থাকায় তা-ও নিয়ন্ত্রণে। কিন্তু শত চেষ্টা করেও যানজট ও সড়কে শৃঙ্খলা ফেরাতে পারছি না। এর কারণ ট্রাফিক সপ্তাহ চলা অবস্থায় আইন মানলেও এরপর আর মানছে না।’ আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আসুন সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে চলি, অন্যকে মানতে উদ্বুদ্ধ করি। আমরা শিক্ষার্থীদের আন্দোলন থেকে ট্রাফিক আইনের দিকে বিশেষ নজর দিয়েছি। যার কারণে অনেক উন্নতি হয়েছে।

সর্বশেষ খবর