রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সারা দেশে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট

সড়ক আইন সংশোধন করে পঞ্চম শ্রেণিতেই লাইসেন্স, মামলা জামিনযোগ্য করাসহ ৮ দফা দাবি জিম্মি যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

সংসদে পাসকৃত ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর বিভিন্ন ধারা সংশোধনসহ ৮ দফা দাবিতে আজ সকাল ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। গতকাল বিকালে সংগঠনটির সভাপতি ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলা শ্রমিক সমাবেশ থেকেও এ ঘোষণা দেওয়া হয়। দুপুর ২টা থেকে শ্রমিক ফেডারেশনের নেতা ও শ্রমিকরা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। পরে তারা বিকাল ৩টায় সড়ক অবরোধ করে সাড়ে ৫টা পর্যন্ত সমাবেশ করেন। ৪৮ ঘণ্টার কর্মবিরতি ছাড়াও দাবি না মানলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। সমাবেশে বক্তারা বলেন, গত শুক্রবার জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ পাস হয়েছে। এ আইনে শ্রমিক স্বার্থ রক্ষা ও পরিপন্থী উভয় ধারা রয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে, অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস করা হয়েছে। আইনে শ্রমিকরা সড়ক দুর্ঘটনা মামলায় অপরাধী হয়ে ফাঁসির ঝুঁকিতে রয়েছে। এমনি অনিশ্চিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পেশায় দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। সমাবেশে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়।

এর মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতায় ট্রাইভিং লাইসেন্সের সুযোগ দেওয়া। সংগঠনের সহসভাপতি ছাদিকুর রহমান হিরুর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওছমান আলী, সিনিয়র সহসভাপতি আবদুর রহিম বক্স দুদু, ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ। প্রেস ক্লাবের সামনের রাস্তার একপাশ অবরোধ করে সমাবেশ করায় ভোগান্তিতে পড়েন জনগণ। যাত্রী জিম্মির এই ধর্মঘটেও ব্যাপক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। 

সর্বশেষ খবর