বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
সংলাপ নিয়ে যত কথা

ফলপ্রসূ হওয়া নিয়ে প্রশ্ন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ফলপ্রসূ হওয়া নিয়ে প্রশ্ন : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বৃদ্ধির ফলে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ কতটুকু ফলপ্রসূ হবে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। হাই কোর্টের আদেশ আমাদের পুরোপুরি স্তম্ভিত করেছে, বিস্মিত করেছে। এই অস্বাভাবিক রায়ে সরকারের ইচ্ছারই প্রতিফলন হয়েছে। এ রায় প্রায় নজিরবিহীন। এ রায় আমরা প্রত্যাখ্যান করছি। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল এ কথা বলেন। এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা বৈঠক করেন। বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদ, মোহাম্মদ শাহজাহান ও সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। বৈঠকের এক নেতা বলেন, আওয়ামী লীগকে আর বিশ্বাস করা যায় না। সংলাপে গেলেও এর ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেন অংশ নেওয়া নেতারা। মির্জা ফখরুল বলেন, আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ রয়েছে। এ সংলাপে আওয়ামী লীগ কতটুকু আন্তরিক, সংলাপ কতটুকু ফলপ্রসূ হবে, তা জনগণ বুঝতে পারছে। সংলাপে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবস্থান হবে সাত দফা দাবি। এর বাইরে কোনো অবস্থান নেই। গণতান্ত্রিক আন্দোলনের দিকপাল খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। এ রায় আমাদের পুরোপুরি স্তম্ভিত করেছে, বিস্মিত করেছে। বিএনপি মহাসচিব বলেন, অস্বাভাবিক এই রায়ে সরকারি ইচ্ছার প্রতিফলন ঘটেছে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করাই সরকারের উদ্দেশ্য। এতে একটি কথা পরিষ্কার, সরকার অংশগ্রহণমূলক নির্বাচন করতে কোনোমতেই আগ্রহী নয়।

 খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখতে চায়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এ রায় আমরা প্রত্যাখ্যান করছি। জনগণই এর বিচার করবে। জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় নিম্ন আদালতে খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে আজ ৩১ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও ১ নভেম্বর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনশন কর্মসূচি দেওয়া হয়েছিল, আপাতত সেটাই থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

সর্বশেষ খবর