বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
সংলাপ নিয়ে যত কথা

রাজনীতিতে আলোর দিশা : হাওলাদার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতিতে আলোর দিশা : হাওলাদার

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, মেঘাচ্ছন্ন রাজনীতিতে সংলাপ আলোর দিশারি হতে পারে। তবে এটা সত্য, জাতীয় নির্বাচন এলেই ভাঙাগড়া রাজনীতি মানুষকে কিছুটা হলেও চমক দেখায় এবং সে ক্ষেত্রে এটা নতুন কিছু নয়। সংলাপ জাতীয় সমস্যা সমাধানের সঠিক পথ ও আশার স্থল। সংলাপের ফল নির্ভর করে উভয় পক্ষের আন্তরিকতার ওপর। সংলাপের পবিত্রতা-সৌন্দর্য উভয় পক্ষকেই রক্ষা করতে হবে। তা হলেই সংলাপ সমাদৃত হবে। গতকাল জাপার কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ বি এম রুহুল আমিন হাওলাদার আরও বলেন, আষাঢ় মাসে যেমন ঝড়বৃষ্টি আসে তেমনি জাতীয় নির্বাচন ঘিরে রাজনীতির আকাশ মেঘলা হয়। সংলাপ আকাশের মেঘ ভেদ করে আলোর সন্ধান দিতে পারে।

সর্বশেষ খবর